নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছে। পুরো এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে রামডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রামডাঙ্গা গ্রামের স্থানীয় কৃষকরা বুড়িতিস্তা নদীর ধারে মরিচ ক্ষেতে মরিচ তুলতে গেলে পার্শ্ববর্তি ভুট্টা ক্ষেত হইতে শিয়ালের একটি দল কৃষকদের উপর অর্তকিত আক্রমন করে। এসময় ১৪/১৫ জন কৃষক শিয়ালের কামড়ে আহত হন। পরবর্তিতে কৃষকরা লাঠি সোটা নিয়ে শিয়ালের দলের উপর তাড়া করলে শিয়ালের দলটি ভুট্টা ক্ষেতে পালিয়ে যায় । এসময় গ্রামবাসী একটি শিয়ালকে মেরে ফেলতে সক্ষম হয়েছে।

আহতেদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এসময় ডিমলা থানার এসআই আফসার তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share.
Leave A Reply

Exit mobile version