পুষ্টিগুণে ভরা বেদানা। যার দানায় দানায় পুষ্টি। নিয়মিত বেদানা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকি বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে জনপ্রিয় এই ফল।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদানে ভরপুর বেদানা। এটি মুখ গহ্বরের ভেতরে উপস্থিত ক্ষতিকর জীবাণু দূর করে। ফলে ক্যাভিটির মতো সমস্যা হওয়ার আশঙ্কা কমে।
নিয়মিত বেদানার রস খাওয়া শুরু করলে ব্ল্যাড ভেসেলে সৃষ্টি হওয়া প্রদাহ কমে সঙ্গে সারা শরীরে রক্তের প্রবাহ বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
বেদানায় প্রচুর মাত্রায় আয়রন রয়েছে, যা লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে দিয়ে রক্তাল্পতার মতো সমস্যা দূর করে।
প্রত্যেকদিনের ডায়েটে বেদানা রাখলে ত্বকেরও উন্নতি হয়। এই ফল ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলের সমস্যা দূর করে।
বেদানায় ফ্লেবোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা রক্তে উপস্থিত ক্যানসার সৃষ্টিকারী টক্সিক উপাদানগুলো শরীর থেকে বের করে দেয়।
যারা চুল পড়ার সমস্যা ভুগছেন তারা নিয়মিত বেদানার রস খেতে পারেন। এতে চুল পড়ার সমস্যা কমার পাশাপাশি চুলের সৌন্দর্যও বৃদ্ধি করে।
রোজের ডায়েটে বেদানা রাখুন। এটি শরীরে রক্তের প্রবাহ সচল রাখে। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়ে। সঙ্গে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কাও কমায়।
নানাবিধ পেটের রোগের প্রকোপ কমাতে সহায়ক বেদানা। এর মধ্যে থাকা একাধিক উপকারি উপাদান স্টমাকের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতিতেও সাহায্য করে।
ভিটামিনের ঘাটতি দূর করে বেদানা। ভিটামিন সি, ই, কে-সহ ফলেট, পটাসিয়াম রয়েচে এই ফলে। যা শরীরের জন্য উপকারী।
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, বেদানায় উপস্থিত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করে মস্তিষ্কের উপর ভাল প্রভাব পরে। ব্রেন সেলে জন্য এটি উপকারী।