টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হাসপাতাল মাঠ (যদুনাথ ময়দানে) ৬ জুলাই রবিবার বিকেলে নাগরপুর ফুটবল একাডেমি আয়োজিত টুর্নামেন্টে ছিলিমপুরের আর.এম.জি যুব সংঘ বনাম সিরাজগঞ্জ ফুটবল একাডেমি খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় সিরাজগঞ্জ ফুটবল একাডেমির ১১ নম্বর জার্সি পরিহিত রানা ৪৫ মিনিটের সময় এবং ৫৫ মিনিটের সময় একাই দুটো গোল করে। রান’র দুই গোলের সুবাদে সিরাজগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে জয় লাভ করে।
এবং এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় রানা। উল্লেখ্য, মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুনের সুযোগ্য পুত্র শিল্পপতি নুরুল মোমেন কায়েস কোমল দেশের একজন অন্যতম রপ্তানিকারক। খেলায় ২য় ভাগের ১০ মিনিটের সময় রানা প্রথম গোল করে। এর ঠিক ১০ মিনিট পর পুনরায় প্রতিপক্ষের গোলরক্ষকের প্রতিরক্ষা ভেদ করে খেলার ৪৫ ও ৫৫ মিনিটের সময় ১১ নম্বর জার্জি পরিহিত রানা জোরা গোল করে।
খেলা শেষে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রানার হাতে তুলে দেন কর্তৃপক্ষ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলাটি টানটান উত্তেজনায় ২-০ গোলে শেষ হয়।