নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ৫৩ কিলোমিটার দৌড় উৎসর্গ করায় যমুনা ধলেশ্বরীর বিধৌত সন্তান ও ভোরের শিশির প্রতিষ্ঠাতা মো.মোয়াজ্জেম হোসেন আশিক কে সম্মান্ননা প্রদান করলেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান।
মঙ্গলবার(০৪ মার্চ) সকালে নাগরপুর বাজারে মো:মোয়াজ্জেম হোসেন আশিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সদস্য আমজাদ হোসেন রতন,তারিকুল ইসলাম,আরিফুল ইসলাম।আরও আরো উপস্থিত ছিলেন ডা. কাউসার খান,সাংবাদিক হাসান সাদী,সাধন চন্দ্র প্রমূখ।
উল্লেখ্য মো:মোয়াজ্জেম হোসেন আশিক এর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।গত বছরের বিজয় দিবসের দিন সরকারি যদুনাথ মডেল স্কুলের প্রধান গেট থেকে ৫৩ কি.মি দৌড় দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দৌড় উৎসর্গ করেন।