চুল আঁচরাতে গেলেই মুঠো মুঠো চুল প়ড়ে যাচ্ছে। কপালের সামনের অংশটা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। অকালেই টাক পড়ে যাওয়ার চিন্তায় রাতের ঘুম উড়ে যাচ্ছে। এই সমস্যা শুধু একার নয়। দূষণের বাড়বাড়ন্ত, খাওয়াদাওয়ায় অনিয়ম, মানসিক চাপের জন্যই চুল পড়ার সমস্যা বাড়ছে। হরেক রকম নামী-দামি প্রসাধনী ব্যবহার করেও লাভের লাভ হচ্ছে না। ভরসা রাখতে পারেন কারিপাতায়। এই পাতার গুণেই চুলের গোড়া মজবুত হয়, চুল পড়়ার সমস্যাও কমে। কী ভাবে ব্যবহার করলে এই চটজলদি উপকার পাবেন?
৩) পেঁয়াজের সঙ্গে: চুল পড়া বন্ধ করতে পেঁয়াজ ও কারিপাতার মিশ্রণ দারুণ কাজে আসে। এই মিশ্রণটি চুলে পাক ধরা আটকাতেও বেশ উপযোগী। ১৫-২০টি কারিপাতা একটি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ভাল করে বেটে নিন। এ বার পেস্টে দিয়ে দিন একটি গোটা পেঁয়াজের রস। ভাল করে মিশিয়ে চুল ও মাথায় মেখে নিন। এক ঘণ্টা রেখে ভাল করে শ্যাম্পু করে নিন।