মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের আদর্শ বিদ্যাপিঠ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান ড্রীম হলি মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ড্রীম হলি মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ সাখাওয়াত হোসেন ফুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক।
উদ্বোধক ছিলেন ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বারও প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ। অষ্টগ্রাম কলেজের প্রভাষক মোঃ ওসমান রাদি ও তরিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান সেলিম, আনোয়ার হোসেন প্রমুখ। পৃষ্ঠপোষকতায় ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মতিউর রহমান মতি।সার্বিক তত্তবধানে ছিলেন ড্রীম হলি মডেল একাডেমীর পরিচালক মোঃ এমদাদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, ইসলামি সংগীত, নৃত্যসহ শিক্ষক ও অভিভাবকদের উৎসবমুখর বেশ কয়েকটি ইভেন্ট। যা আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপভোগ করেন। আলোচনা সভার পর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।