বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ফোনে বিয়ে, কনের মুখ দেখার আগেই প্রবাসে মৃত্যু কটিয়াদীর যুবকের 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক , কটিয়াদী,(কিশোরগঞ্জ)

উভয়ের পারিবারিক সম্মতিতে ফোনে হয়েছিলো বিয়ে৷ ছেলে ও মেয়ে পক্ষের লোকজনের আনাগোনা ছিলো বাড়িতে৷ কথা ছিলো ছেলে কিছুদিন পর দেশে আসলে ধুমধামে বিয়ে হবে।

দুই পক্ষের পরিবারের মধ্যে এই স্বপ্ন ছিলো৷ কিন্তু একটি সংবাদ তাদের সবার মধ্যে দুঃখ নিয়ে আসলো৷ মুহূর্তের মধ্যে সকল স্বপ্ন শেষ হয়ে যায়৷

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাঘহাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে পারভেজ মিয়া (২৫)। বুধবার ২১ আগষ্ট বাংলাদেশ সময় সন্ধায় খবর আসে সৌদি আরবে স্টোক করে মারা যায়। পারভেজ সৌদি আরবের দাম্মাম শহরে বেসরকারি একটি কোম্পানিতে কাজ করতেন৷ তিনি ছয় বছর ধরে প্রবাসে রয়েছেন।

পিতা আব্দুল কাদের বলেন,’ ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা বাকরুদ্ধ। মৃত্যুর আগেও তার মার সাথে কথা বলেছে৷ তিনমাস আগে তাকে ফোনে বিয়ে করানো হয়েছিলো৷ স্বপ্ন ছিলো ছেলে আসলে আত্মীয়স্বজনদের নিয়ে ধুমধামে বিয়ে করাবো৷ কিন্তু স্বপ্ন এখন আমাদের জন্য বিষাদ নিয়ে আসলো। দ্রুত সময়ের মধ্যে ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের সহায়তা কামনা করছি৷ ‘

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ