বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

পাঁচবিবিতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সদ্য পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে থানা ও পৌর বিএনপি’সহ অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,
বুধবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, থানা বিএনপির অন্যতম নেতা মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মনজুরুল ইসলাম, বিএনপি নেতা সুমন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর এ রকি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির,সদস্য সচিব রাব্বি সহ উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা স্বৈরাচার খুনি হাসিনাকে অবিলম্বে দেশে এনে বিচারের আওতায় আনার দাবী জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ