বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

গাইবান্ধার সব থানায় পুলিশি কার্যক্রম শুরু-পুলিশ সুপার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার ৭ উপজেলায় থানাসহ পুলিশি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে গনমাধ্যমের সামনে এই কথা বলেন পুলিশ সুপার কামাল হোসেন।

তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। তবে এর মধ্যে তারা কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন। তবে আজ থেকে পুরোদমে জেলার সব পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলার বেশ কটি থানায় কর্মরত পুলিশের সব সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য,কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি হয়। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ