বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

দুর্গাপুরে শহীদ মিনার পরিষ্কার করেছে শিক্ষার্থীরা

আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ধুয়েমুছে পরিষ্কার করেছে বৈষম্যের বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরিষ্কার কার্যক্রম চালায় তাঁরা।

শহীদ মিনারে গিয়ে দেখা যায়,শিক্ষার্থীরা কেউ ঝাঁড়ু কেউবা পানি দিয়ে শহীদ মিনার ধুয়ে পরিষ্কার করছেন। অনেক বেশি আনন্দের সঙ্গেই কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন,বায়জিদ হাসান ঝলক,তাজনিন জাহান পুণ্য,ফারদু জাহান দিশারী,ফারিয়া আক্তার জান্নাত,দ্বীনাত জাহান সেতু,রাজিয়া আক্তার অন্তরা,মো.জহিরুল ইসলাম শামীম,সামিউল আল সাবা,রেদোয়ান আহমেদ, জিদান আহমেদ।

কয়েকজন শিক্ষার্থী বলেন,দুর্গাপুরের ছাত্র সমাজ বেশ কিছু কার্যক্রম সফল ভাবে পরিচালনা করেছে। তারই ধারাবাহিক কার্যক্রমের মধ্যে আজ কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করা।

সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে দুর্গাপুরসহ গোটা বাংলাদেশে আন্দোলনে নিহত হওয়া সকল শহীদের স্মরণ করা কর্মসূচি পালন করা হবে। এছাড়াও সামনের সময়ে আরো নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ