বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

গাইবান্ধায় ব্যবসায়ীদের নিরাপত্তা দাবিতে চেম্বার অব কমার্সের সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি:

ব্যাংকিং কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা,পণ্য পরিবহন ও বিপনন এবং নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গাইবান্ধার ব্যবসায়ীগন। শনিবার (১০ আগষ্ট) বিকেলে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এসব দাবি জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে গণঅভ্যুত্থান শুরু হয়ে। ছাত্র-জনতা বিজয়ী ঘোষণা করে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে নেতারা বলেন,সাম্প্রতিক পরিস্থিতিতে জেলার ব্যবসায়ীরা চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় আছেন।

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মো. তৌহিদুর রহমান মিলনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সহ-সভাপতি মো.আব্দুর রশিদ।

চেম্বারের সহ-সভাপতি খান মো. সাঈদ হোসেন জসিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেম্বার পরিচালক নওশের আলম, সামিউল হুদা সুমেল, সাহাদাৎ দোহা চৌধুরী, আব্দুর সবুর সরকার, ইমরান কবীর শামীম, আলী কাওছার সরকার বাবুল প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কতিপয় দুষ্কৃতকারী ছাত্র-জনতার এই আন্দোলনকে নস্যাৎ করার অপচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। তাদের কারণে ব্যবসায়ীরা নিরাপদ বোধ করছেন না। ব্যবসায়ীরা দেশের চালিকা শক্তি। তাই ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনায় ছাত্র সমাজ ও প্রশাসনের প্রতি আহবান জানান ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ