বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

গাজীপুর এ অধিকাংশ পোশাক কারখানা খুলেছে

রুহুল আমিন(গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলায় রয়েছে প্রায় ২ হাজারের ও বেশি পোশাক কারখানা।চলমান অস্থিরতার কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।৭ আগস্ট(বুধবার) সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যোগদান করেন।

নিজেদের কর্মস্থলে এসে খুশি পোশাক শ্রমিকরা। যথাসময়ে শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

তবে এখনো বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।অধিকাংশ কারখানা আজ খুলে দিয়েছে। তবে যে সব কারখানায় উৎপাদন শুরু হয়নি সে সব কারখানায় অফিশিয়াল কাজ পরিচালিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।

শিল্প পুলিশ জানান- গাজীপুরে অধিকাংশ শিল্পকারখানা খুলেছে।তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ