বেসিক ব্যাংক মিরপুর শাখায় গ্রাহক সেজে মোবাইল ছুরি
আজ (সোমবার) দুপুর ০১.৫৩ মিনিটে ঘটিকায় গ্রাহক সেজে মিরপুর শাখার কর্মকর্তার ডেস্ক থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত যুবক।
ব্যাংকের সিসিটিবি ফুটেজে দেখা যায় দুপুর ০১.৫৩ মিনিটে এক যুবক গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে এ সময় বেসিক ব্যাংক মিরপুর শাকার এসিসটেন্ট অফিসার আফসানা জামান নিজের ভিভোর এনড্রয়েড স্মার্ট ফোনটি ডেস্কে রেখে অন্য একটি কাজ করার সময় অজ্ঞাত যুবক মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।