রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

আখিরা নদীতে নিখোঁজ আছিয়া” ঘোড়াঘাটের করতোয়ায় উদ্ধার

যা যা মিস করেছেন

মনিরুজ্জামান খান গাইবান্ধা:

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ হওয়া নারী আছিয়া বেগমের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার।

আজ বুধবার(১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী ঘোড়াঘাট উপজেলার সীমানা আমবাগানস্থ ত্রিমোহনী বীজ সংলগ্ন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অংশে করতোয়া নদীর কচুরি পানার সাথে মরদেহটি ভেসে ওঠে,পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগীতায় নদী হতে মরদেহটি উদ্ধার করে।

নিহত নারী পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত মেরাজের কন্যা (৬০) বছর বয়সী বিধবা নারী আছিয়া বেগম। গত দুইদিন আগে পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খোদ্দ টেংড়া গ্রামের আখিরা নদী পারাপার হতে গিয়ে নিখোঁজ হয় এই নারী। পরে পলাশবাড়ী থানায় নিখোঁজ জিডি করে পরিবার।

এর আগে আখিরা নদীতে নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরি দল।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদ জানান, উদ্ধার হওয়া মরদেহটি পলাশবাড়ীর আছিয়া বেগমের, কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ