সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

গণধর্ষণ মামলায় ৭ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যা যা মিস করেছেন

স্টাফ রিপোর্টার : গণধর্ষণ মামলায় সাত বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বাবুল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তিনি নেত্রকোনা সদর উপজেলার ছোট গরদি গ্রামের মৃত মইজউদ্দিন খানের ছেলে।

শুকবার সকালে এ তথ্য জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান।

এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মৌগাতি ইউনিয়নের হাটখলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আরও জানান, ২০১৬ সালে একটি গণধর্ষণ মামলায় বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত। এরপর থেকে আসামি আত্মগোপনে চলে যান এবং সাত বছর যাবত পলাতক ছিল বাবুল মিয়া।

More articles

সর্বশেষ