স্টাফ রিপোর্টার : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক মিয়া (৩২) নামে এক যুবককে ক্ষুর দিয়ে আঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচজনের নাম উল্লেখ করে নেত্রকোনার মোহনগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্তরা হলেন- ওয়াজ মিয়ার দুই ছেলে মো. মাহবুব মিয়া (৩৫) ও আল আমিন (২৫) এবং ছমেদ মিয়ার ছেলে মো. শফিকুল মিয়া (৪০), চেংরাখালী গ্রামের মো. বাবু মিয়া (২৫) ও তেতুলিায় গ্রামের মৃত আ. হেকিমের ছেলে মো. আমিরুল (৪০)।
অন্যদিকে ভুক্তভোগী মো. ফারুক মিয়া মোহনগঞ্জের ছোট পাইকুড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালের দিকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গত বুধবার অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এরআগে গত মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মোহনগঞ্জের শিবির বাজারস্থ জনৈক ছামিরের মনোহারী দোকানের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ, গত কয়েকদিন পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিরুলের সাথে ভুক্তভোগী ফারুক মিয়ার কথা কাটাকাটি হয়। ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে ফারুক মিয়াকে অভিযুক্তরা সকলে মিলে এলোপাথারী মারপিট ও নীলাফুলা জখম করেন। এ সময় আল আমিনের সাথে থাকা ক্ষুর দিয়ে হত্যার উদ্দেশ্যে সজোরে ঘাঁই মেরে ভুক্তভোগীর মাথার পেছনে ডান কানের পার্শ্বে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ভুক্তভোগীর সাথে থাকা মোবাইল, নগদ টাকা ও রূপার চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ফারুক মিয়াকে।