(নোয়াখালী প্রতিনিধি-মোহাম্মদ শহিদ)

নোয়াখালী কবির হাট উপজেলায় যথাযত মর্যাদায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়, কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবির হাট উপজেলার সহকারী কমিশনার( ভূমি) অমৃত দেবনাথ, কবিরহাট থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, পানি সম্পদ কর্মকর্তা আমির হোসেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ, কবিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, কামাল খান,এ কে এম সিরাজুল্লাহ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

উক্ত আলোচনা সভায় কবির হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন নেছা মুজিবের আজকের দিনে জন্ম হয়েছিল, বঙ্গবন্ধু যখন ১৪ বছর জেলে ছিলেন তখন তার সহধর্মিনী তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে রেনু নামে ডাকতেন।

১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে হত্যার সময় বেগম ফজিলাতুন নেছা মুজিব ও শহীদ হন,আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি,
উক্ত অনুষ্ঠান শেষে কবির হাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় গরিবদের মাঝে নগদ অর্থ, দুইজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ছয় জন মহিলার মাঝে সেলাই মেশিন, বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version