শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অর্থদণ্ড

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:-

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. ছিদ্দিকুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধ শাস্তির আওতায় এনে মো. ছিদ্দিকুর রহমানের কাছে থেকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন