রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অর্থদণ্ড

যা যা মিস করেছেন

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:-

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. ছিদ্দিকুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধ শাস্তির আওতায় এনে মো. ছিদ্দিকুর রহমানের কাছে থেকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

More articles

সর্বশেষ