ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুর সদর এলাকায় প্রথমবারের মতো খাদ্যপণ্য রপ্তানিকারক স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানির উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব নাগরপুর চৌধুরীবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংশ্লিষ্ট মসজিদ উন্নয়ন বাস্তবায়ন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এই ওয়াজ ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়।
ওরিয়ন গ্রুপ সহকারী ব্যবস্থাপক মোঃ আরঙ্গজেব সুরুজ এর সভাপতিত্বে ও নাগরপুর চৌধুরীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাও. আব্দুল লতিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ভাতকুড়া সাফা কওমি মহিলা মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও. মোঃ রইছ উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানি’র কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েস এবং নাগরপুর চৌধুরীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল মুহিত ইমাম।
ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানি’র কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েস বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। আজকের মাহফিলে ব্যাপক জমায়েত হয়েছে। বিভিন্ন স্থান থেকে কষ্ট করে যেসব জনসাধারণ সমবেত হয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এমন আয়োজন যেনো প্রতিবছর অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা করছি।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেছেন ঢাকা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাও. হাফেজ সোলায়মান সিদ্দিকী (বরিশাল)। প্রধান মেহমান আলহাজ্ব হযরত মাও. আলী আকবর নাগরপুরী এর উপস্থিতিতে আরো বক্তব্য রাখেন হযরত মাও. আতিক হাসান ইবনে আব্দুল্লাহ ও হাফেজ ক্বারী মোঃ আতিকুর রহমান। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর শাখার সভাপতি হাফেজ মোঃ কবির হোসেন।