প্রিয় নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘অবশ্যই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি দরুদ প্রেরণ করেন। হে মুমিনরা! তোমরাও তাঁর প্রতি যথাযথ দরুদ ও সালাম পেশ করো’ (সূরা : আহজাব, আয়াত : ৫৬)।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুল (সা.)-এর ওপর দরুদ। এর অর্থ হচ্ছে, আল্লাহ তাঁর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুক। ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী, যখন সালাত ও সালামকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়, তখন এর অর্থ হয়ে থাকে আল্লাহর রহমত। আল্লাহ রব্বুল আলামিন রাসুল (সা.)-এর ওপর রহমত বর্ষণ করবেন, এ জন্য আমরা আল্লাহর কাছে এই দোয়া করে থাকি।
এর ফজিলত হলো, যখন আপনি একবার পড়বেন আল্লাহ আপনাকে দশটি রহমত দেবে, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই বেশি বেশি করে দরুদ পড়ুন।