ছোট ছোট আমলে অনেক ফজিলত রয়েছে। তাইতো মুসলিমগণ ছোট ছোট আমল করে থাকেন। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এই ছোট একটি আমল তাওহিদের স্বীকৃতি। আমাদের প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে মুমূর্ষ ব্যক্তিকে এই কালেমার তালকিন দেওয়ার দিকনির্দেশনা দিয়েছেন।
কিন্তু কেন? কী হবে যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’? এমন প্রশ্ন অনেকের মনেই জাগে।
হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যার সর্বশেষ বাক্য হবে-
لَا إِلَهَ إِلَّا اللَّهُ
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু’
অর্থ : ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।’
সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, আবু দাউদ)
উম্মতে মুহাম্মাদির জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে। তাই নিয়মিত কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা যথাযথভাবে পালন করার পাশাপাশি হাদিসে বর্ণিত ছোট ছোট আমলগুলো বেশি বেশি করা জরুরি।
মুমূর্ষ ব্যক্তির পাশে বেশি বেশি তাওহিদের কালেমার তালকিন দেওয়া উত্তম। হতে পারে এ তালকিনের মাধ্যমে ওই ব্যক্তির শেষ কথা হবে- ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। আর তাতে মিলবে মুক্তি এবং পাবে চিরস্থায়ী জান্নাত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি একত্ববাদের স্বীকৃতির কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর জিকির করার তাওফিক দান করুন। হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন।’ মুমূর্ষ ব্যক্তির পাশে এ কালেমার তালকিন দেওয়ার তাওফিক দান করুন। আমিন।