Author: News Editor

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাকে সবাই খুব মিশুক মানুষ বলেই জানতো। ক্রিকেটে আসছি, আর সবাই বলে ‘আমি রাগী’। আচ্ছা, আমি রাগী হলাম কবে! সবাই মনে করে আমি খুব রাগী। সেদিন একটি অনুষ্ঠানে গেলাম, সবার খুব অনুরোধ আমি যেন একবার যাই। একটা পারিবারিক অনুষ্ঠান। সব দেখি আমার থেকে দূরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা আমাকে রাগী মনে হবে কেন বলেন তো? আমি তো সবার সঙ্গে খুব ক্লোজলি মিশি।’ আজ শনিবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

নাজমুল হাসান,কালকিনি-ডাসার প্রতিনিধিঃ দিন পেরিয়ে ঘনিয়ে এসেছে সন্ধ্যা।ব্যস্ততা শেষে ফিরবেন বাড়ি।তাই বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য উঠে বসছিলেন ভ্যানে।কিন্তু বেপরোয়া গতির এক মাহিন্দ্রের ধাক্কায় ঘটনাস্থলে গেল প্রাণ। ১৯-ই মে(শুক্রবার) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।নিহত ওই ব্যক্তি মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ড এর দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মৃত মোঃ হানিফ হাওলাদারের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, ১৯-ই মে(শুক্রবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় পৌর মাছ বাজার সংলগ্ন স্থান থেকে ভ্যানে করে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বসা ছিল কৃষক মোঃ হেমায়েত হাওলাদার (৪৮)।এসময় বেপরোয়া গতির এক মাহিন্দ্র এসে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মারা যান তিনি। এই বিষয়ে কালকিনি থানার তদন্ত (ওসি) জানান, মাটিবাহী অবৈধ…

আরও পড়ুন