নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বিএনপি দলীয় জেলা কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জুন) তাকে আদালতে প্রেরণের কথা জানায় পুলিশ। এরআগে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাসেল তা অমান্য করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাছাড়া শুক্রবার সকালে হওয়া আওয়ামীলীগের মিছিলে সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল পরোক্ষভাবে জড়িত ছিল বলেও জানায় পুলিশ। এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান,…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখতে দেখে স্থানীয়রা। নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথমে মৃতদেহটি দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় কলেজ রোড এলাকায় নাহার এন্টারপ্রাইজের একটি গোডাউনে যৌথবাহিনীর অভিযানে ১৩ হাজার ৫১৫ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানে যৌথ বাহিনীর একটি টিম অংশ নেয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। তবে পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। শনিবার (২১ জুন) কেন্দুয়ার থানার ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি এবং কোনো মামলা দায়ের করা হয়নি। এরআগে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত চালগুলো ছিল ডিলার রেশন (ডি.আর) কর্মসূচির আওতাভুক্ত। যা বিধি লঙ্ঘন করে একত্রে মজুদ…
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেঁজগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুমা আটিগাঁও যাত্রিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কুদ্দুছ হাওলাদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা শামীম হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন, বেঁজগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোয়াজ্জেম হোসেন মাঝি, উপজেলা বিএনপির নেতা মাইনুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন সদস্য সচিব আবু তাহের মৃধা, বিএনপি নেতা সাওখাত…
নিজস্ব প্রতিবেদক: নির্মাণের শুরু থেকেই প্রায় বিকল হয়ে আছে পানি সরবরাহের একমাত্র অ-গভীর নলকূপটি। খামারের পাঁচটি পুকুরের মধ্যে প্রায় গুলোতে পানি নেই। নেই কোন ড্রেনেজ ব্যবস্থাও। নানা জটিলতায় অর্ধযুগ ধরে প্রায় বন্ধ রয়েছে নেত্রকোনার দুর্গাপুরের মৎস্য বীজ উৎপাদন খামার। এতে মাছের পোনা সংগ্রহে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় মৎস্য খামারিরা। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ না নিলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে দুর্গাপুর উপজেলার একমাত্র সরকারি মৎস্য বিজ উৎপাদন খামারটি। উপজেলা মৎস্য বীজ উৎপাদন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬০ বছরের পুরনো এই মৎস্য খামারটি উপজেলা পরিষদ সংলগ্ন ৬ একর জায়গার উপর নির্মিত হয়েছে। পরবর্তিতে ১৯৯২ সনে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরে হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এছাড়াও এতে অংশগ্রহণ করেন আট-দশ জন দলীয় নেতাকর্মী। বর্তমানে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে হঠাৎ এমন ঝটিকা মিছিল হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার (২০ জুন) ভোরে ছোট বাজারস্থ ভাংচুর হওয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়ে কিছুটা সামনে যেতে দেখা যায়। এরকম একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজটি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে। একটি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে অনাথ শিশুদের পাশে দাঁড়ালো স্থানীয় মানবিক-সামাজিক ও অরাজনৈতিক সংগঠন যুব শক্তি। বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার অনাথালয়ের আশ্রম মাতা নিশা দেবীর হাতে নগদ দশ হাজার টাকা অনুদান তুলে দেন। অনুদান প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন ডন বস্কো কলেজের অধ্যক্ষ ফাদার পাওয়েল, সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন রণবীর, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড় এবং যুব শক্তির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মিয়া। আর্থিক সহায়তা পেয়ে নিশা দেবী বলেন, এই সহায়তা পেয়ে আমাদের খুব উপকার হলো। আমরা দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরো…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দুয়া থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ফলপ্রার্থীদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ৬টায় কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সফরের যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানা ছাত্রশিবির সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি কিরণ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিলন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শুধু পড়ালেখা নয়, পাশাপাশি প্রয়োজন বিভিন্ন দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলা। দেশ…
নিজস্ব প্রতিবেদক: “পুষ্টি বাড়ায় ফল, দেশজুড়ে ফলের উৎসব”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। ফিতা কেটে ও ফল প্রদর্শনী ঘুরে দেখে তিনি মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বিরামপুর গ্রামে পৈতৃক বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এতে গর্ভপাতের মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে বলে দাবি করেন ভুক্তভোগী শিউলী বেগম। সম্পত্তি রক্ষায় ও নিরাপত্তার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর গ্রামের বাসিন্দা হাছেন আলী (৬০) ও তাঁর স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। হাছেন আলীর কোনো ছেলে সন্তান না থাকায় এবং মেয়েরা বিবাহিত হওয়ায়, দীর্ঘদিন ধরে পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে একই গ্রামের মৃত গোলাম বক্সের পাঁচ পুত্র তারা মিয়া (৬২), আবুল কালাম (৫৯), শফিকুল ইসলাম মিলন (৪৭),…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হাবিবুর রহমান খান (২৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার হুগলা (পশ্চিমপাড়া) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং পূর্বধলা উপজেলার ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (১৯ জুন) গ্রেফতার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে হাবিবুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ওসি জানান, গ্রেফতারকৃত হাবিবুর রহমান পূর্বধলা থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। মামলাটি গত ১ ডিসেম্বরে দায়ের করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে গ্রেফতারকৃত হাবিবুর রহমান খানকে জেলা আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদ থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত নারীর বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কংস নদে ওই নারীর ভাসমান লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ডন বসকো কলেজের ২০২৫ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুককদা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রুমন রাংসা। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী বৃত্ত দারিং, সায়মুর হাসান স্নিগ্ধ, প্রভাষক প্রদীপ রেমা, আব্দুল্লাহিল কাফি, জেরিন মাহমুদ প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, যে কোন পরীক্ষা জীবনের একটি ধাপ পেরিয়ে যাওয়ার প্রতিযোগিতা। সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, সততা ও মূল্যবোধ ধরে…
নিজস্ব প্রতিবেদক: “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। মেলায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরা তাদের বাগানের ফল ও ফলদ চারা নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন। ফলদ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কৃষি সম্প্রসারণ অফিসারগণ আগত দর্শনার্থীদের বিভিন্ন দেশী প্রজাতির ফলের সাথে পরিচয় করিয়ে দেন। প্রধান অতিথি…
নিজস্ব প্রতিবেদক: কিডনি রোগাক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়াতবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন। বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ তাই পড়েছেন মহা দুর্বিপাকে। অর্থ সংকটে তার চিকিৎসা বন্ধ হবার উপক্রম। অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি সম্প্রতি নিজ বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী ও এক কন্যা এবং মা-বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার নিম্নমান সহকারী সেলিনা আক্তারের বিরুদ্ধে প্রতিপক্ষের ওয়ারিশান সনদ আটকে রাখার অভিযোগ উঠেছে। পৌরশহরের বাসিন্দা শাহরিয়ার ইমান রাতুল নামে ভুক্তভোগী অভিযোগ করেছেন, সেলিনার সাথে তাদের জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে দীর্ঘদিন ধরে তার ওয়ারিশান সনদ আটকে রেখেছেন সেলিনা। ভুক্তভোগী শাহরিয়ার ইমান রাতুল মোহনগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ জুন) পৌর প্রশাসক ও ইউএনও জুয়েল আহমেদ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত দ্বন্ধ আলাদা বিষয়। কোনো অবস্থাতেই কাউকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা একদমই সুযোগ নেই। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরআগে গত ৪ জুন শাহরিয়ার ইমান…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রাম গ্রেপ্তার ও প্রতিপক্ষের হামলার ভয়ে গত ক’দিন ধরে পুরুষশূণ্য হয়ে পড়েছে। গ্রামবাসীর বিরুদ্ধে দুইটি মামলায় অজ্ঞাত আসামি করা হয় প্রায় শতাধিক। গ্রামের দুইটি বাজারে দোকানপাট বন্ধ রেখে নিরীহ গ্রামবাসী পালিয়ে বেড়াচ্ছে। গ্রামের নারী ও শিশুদের আতঙ্কের মধ্যে দিন কাটছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনার প্রত্যন্তপল্লী পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের হবিবপুর গ্রামের বশির মিয়ার ছেলে আরিফের সাথে কিছুদিন ধরে পার্শ্ববর্তী পাইলাটী গ্রামের মো. জুয়েল মিয়ার মেয়ের বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গত প্রায় তিন মাস আগে জুয়েল মিয়ার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেয় বশির মিয়ার ছেলে আরিফ। মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান জুয়েল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের জনগুরুত্বপুর্ণ (তালতলা মোড় হইতে পশু সম্পদ হাসপাতাল) পর্যন্ত ক্রসড্রেনসহ আরসিসি রাস্তার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ রাস্তা উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ সময় অন্যদের মাঝে সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মাহমুদুল হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী উত্তম চন্দ্র দেব, পৌর বিএনপি’র আহবায়ক আতাউর রহমান ফরিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। নানা কারণে প্রকল্পের কাজ বাস্তাবায়নে দেরি হলেও কাজের গুনগত মান অনেক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঘরগুলো এখন স্থানীয় রাজনৈতিক নেতার দখলে। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু জাহেদ নিজের পরিবার নিয়ে সরকারি অনুমোদন ছাড়াই প্রকল্পের একটি ঘরে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, লস্করপুর আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া পাঁচটি ঘরের মধ্যে প্রকৃত উপকারভোগী হিসেবে বসবাস করছেন মাত্র দুইজন- ছখিনা ও ইসলাম উদ্দিন। অপরদিকে, বরাদ্দপ্রাপ্ত বায়েজিদ মিয়াকে ঘর বুঝিয়ে দেওয়া হয়নি। তার ঘরসহ অন্যান্য ঘরগুলো দখলে রেখেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু জাহেদ। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আবু জাহেদ সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি চাল মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে আটককৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, আতিকুর রহমান গাজী (৬০), মো. জামাল তালুকদার (৫৫), তপন চন্দ্র সাহা (৫৫) ও নির্মল আচার্য্য (২৭)। এ ঘটনায় কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন এক ইউপি সদস্য মো. শামীম খাঁন। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্থানীয়…