স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২১ জুলাই, ২০২২ তারিখে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ‘ক’ শ্রেনীর ঘরের উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সুহেল মাহমুদ, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, সহকারী কমিশনার সাদিয়া উম্মুল বানীন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে…
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন : গাজীপুরে গার্মেন্টেসে চাকুরি করতে গিয়ে রনি মিয়া (২৪) ও হেপি আক্তার (২২) দুজনের পরিচয়। ভাললাগা ও প্রেম। অতঃপর বিয়ে ও সংসার জীবন। রনি মিয়ার বাড়ি শেরপুরের নকলা উপজেলায় চরমধুয়া নামাপাড়ায়। আর হেপির বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রাজনগর (মোড়লবাড়ি) গ্রামে। দুজনের দাম্পত্য জীবন ভালভাবেই কাটছিল। হেপি আক্তার গার্মেন্টেসে চাকুরি করলেও একসময় রনি মিয়া বেকার হয়ে পড়েন। সংসারে অভাব অনটন ও টানাপোড়েন শুরু হয়। স্ত্রীর আয়ের ওপর সংসারের চাপ কমাতে নিজের ও স্ত্রীর জমানো টাকা দিয়ে অটোরিকশা (ব্যাটারি চালিত) কিনে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় নিজেই চালাতে থাকেন। এভাবে ভালই যাচ্ছিল তাদের সংসার জীবন। স্ত্রী ১০ দিনের ছুটি…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে ১১ লাখ ৬১ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত শাড়ীর মধ্যে রয়েছে ৩৫৯ পিস শাগুন শাড়ী ও ২১ পিস সালমা সিল্ক শাড়ী। ভারতীয় চোরাচালানকৃত এসব পণ্য নেত্রকোনা কাষ্টমস অফিস জমা দেওয়া হবে। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে ৩১ বিজিবির লেংগুরা বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ওই বিওপির ১৭ সদস্যের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় ব্যবসায়ী অপহরণকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী। শনিবার (০৯ জুলাই) দুপুর ২টা থেকে ঘন্টাব্যাপি উপজেলার বড়খাপন ইউনিয়নে বড়ইউন্দ বাজার ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বড়ইউন্দ বাজার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। বিক্ষোভ সমাবেশ থেকে অপহৃত রিপন তালুকদার কলমাকান্দা থানায় দায়ের করা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ৭৫ প্রতিরোধযোদ্ধা অশোক তালুকদার, স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রমিজ উদ্দিন, বড়ইউন্দ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার ও ওর্য়াড…
স্টাফ রিপোর্টার : সম্প্রতি বন্যায় নেত্রকোনার ১০ উপজেলার জনসাধারণ দুর্ভোগের মধ্যে রয়েছে। জেলার সকল উপজেলার বানবাসিরা সরকারি ও বেসরকারিসহ বিভিন্ন পর্যায়ে ত্রাণ ও আর্থিক সহায়তা পেলেও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষগুলো ছিল অবহেলিত। বন্যা পরবর্তী এ সম্প্রদায়ের মানুষের পাশে ঈদ উপহারের সহায়তা সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। শুক্রবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনে ২৫জন তৃর্তীয় লিঙ্গের মানুষের হাতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সব সহায়তা সামগ্রী তুলে দেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল। সহায়তার মধ্যে রয়েছে চিনি, সেমাইসহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন জেলা…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নে জিতন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। শুক্রবার (৮ জুলাই) দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় ও গ্রামীণফোনের সহযোগিতায় বন্যা কবলিত মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, তেল, ডাল, লবন, চিনি, সুজির প্যাকেট। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদ উপলক্ষে বিতরনের ভিজিএফের চালসহ ইঞ্জিন চালিত মালবাহী নৌকা আটক করেছে স্থানীয়রা। স্থানীয়দের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে নৌকার মাঝি ও লোকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। নৌকায় থাকা তিনজনের মধ্যে গজামারি এলাকার দুলাল মিয়ার ছেলে আরমান (১৯) নামে একজনকে আটক করে পুলিশে সোপার্দ করে স্থানীয়রা। একই এলাকার দুদু মিয়ার ছেলে জজ মিয়া নামে একজন গণধোলাইয়ের শিকার হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। আরেকজন পালিয়ে যান। তার পরিচায় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৭ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নে মেদিকান্দা এলাকার মেদি খালের ব্রিজের কাছ থেকে স্থানীয়দের সন্দেহ হলে নৌকাটি আটক করে।…
স্টাফ রিপোর্টার : সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কলমাকান্দা থেকে রংছাতির ইউনিয়নের পাচগাঁও সড়কের একটি ব্রীজ ও কালভার্টের সংযোগ সড়কের দুপাশের মাটি সরে যাওয়ায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সড়ক দিয়ে শুধু কলমাকান্দার রংছাতি ইউনিয়নের বাসিন্দা যাতায়াত করেন শুধু তাই না। পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর ও তাহেরপুর উপজেলাবাসীও এ সড়ক দিয়ে কলমাকান্দা, নেত্রকোনা, ময়মনসিংহ ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আসা-যাওয়া করেন। সবমিলিয়ে দৈনিক লাখো মানুষে যাতায়াত কলমাকান্দা-পাচগাঁও সড়কটি দিয়ে। গত ১৬ জুন আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এ সড়কের হাসা নোয়াগাঁও এলাকায় মাঝারি আকারের ব্রীজটির দুপাশের সংযোগ সড়কের ৩০ ফুটেরও বেশি মাটি সরে পড়ে ও…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ফিল্মী স্টাইলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাজারের দোকান ঘর থেকে দুই ব্যবসায়ীকে অপরহরণ করে ট্রলারযোগে (ইঞ্জিন চালিত নৌকা) নিয়ে আসে অপহরণকারীরা। ৯৯৯-এ কল পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণের দুই ঘন্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত দিপাকর তালুকদার (৩৭) তিনি উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়ইউন্দ বাজারে নগদ, বিকাশ ও ফ্লেক্সি লোড ব্যবসায়ী এবং সাবেক ইউপি সদস্য। আরেকজন হলেন একই বাজারের ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক রিপন তালুকদার (৪২)। দুজনেই বড়ইউন্দ গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন- বড়খাপন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মাইন উদ্দিন বিশ্বাস (৫৬),…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অফ উত্তরার পক্ষ থেকে সংখ্যালঘুসহ বন্যায় দুর্গত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ঢাবির সাবেক-বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে দুর্গতদের সহায়তায় এগিয়ে আসেন ওই বিশ্ববিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থী। এ দলের নেতৃত্ব দেন ঢাবির স্টুডেন্ট অফ উত্তরার সভাপতি প্রিন্স মাহমুদ ও সাধারণ সম্পাদক আহনাফ মোহাম্মদ তৌসিফ। সার্বিকভাবে সহযোগিতা করেন নেত্রকোনা মিতালী সংঘের সাধারণ সম্পাদক শাহ রফিকুর রহমান এপোলো। মঙ্গলবার (৫ জুলাই) দিনব্যাপী কলমাকন্দার সদর ইউনিয়নের ডোরিয়াকোনা ভাসমান বেদেপল্লীসহ শিংপুর, চামারজানি, গোপিপাড়া, বড়শালজান, ছোট শালজান এলাকার দেড়শো হিন্দু ধর্মালম্বীসহ তিনশো বানবাসির মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন শিক্ষার্থীরা। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে, চাল, ডাল,…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার মাঘানসহ পৌরশহরের দেওথান ও মাইলোড়া এলাকায় অন্তত ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। এছাড়া কয়েকটি গরু ও রাজ হাঁসকেও কামড়িয়েছে ওই কুকুর। এলাকাবাসী জানান, একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তা বা বাড়ির পাশে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এছাড়া কয়েকটি গরু ও হাঁসকেও কামড়েছে। এনিয়ে এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি ভয়ে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন এতথ্য নিশ্চিত করে বলেন, এই দুই দিনে নারী-পুরুষ…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বন্যার্তদের পাশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির নেত্রকোনার ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উদ্যেগে পাঁচশো বানবাসীর মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। সোমবার (৪ জুলাই) দিনব্যাপী খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নে শালদীঘা জিবি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, চিরা, পানির বোতল ও ঔষধ। বিজিবির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন, চাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৩ নম্বর, ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ২৫০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে জনপ্রতি দশ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। সমাজ সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বানভাসি মানুষের মাঝে এসব ত্রাণ বিতরন করেন। এ সময় ইউপি সদস্যগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিয়মিত দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পানি কমতে শুরু করায় মানুষ ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু…
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে নেত্রকোনার মোহনগঞ্জে ১৫০ জন বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও সেমাইসহ বিভিন্ন খাদ্য উপকরণের পাশাপাশি প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়। সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসি ও আশপাশের বন্যাকবলিত মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা এ ত্রাণ বিতরণ কাজে সহযোগীতা করেন। এ সময় বন্যার্তের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন বাংলাদেশ পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ন মহাসচিব সাবেক সহকারী পুলিশ…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের টিন কেটে ও কক্ষের জানালা ভেঙে ডোবা থেকে মাছ ধরার জন্য অবৈধপন্থায় বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ কার্যক্রম চালায় স্থানীয় তিন যুবক। বাঁধা দিলে বিদ্যালয়ের শিক্ষক মো. মোস্তফা কামালকে বাঁশ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে যুবকেরা। তিনি উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার মাথায় নয়টি সেলাই ও বাম হাত ভেঙে গেছে। অভিযুক্ত তিন যুবক হলো- উপজেলার সেহড়াউন্দা গ্রামের হেলাল মিয়ার ছেলে মোবারক (২০), বকুল মিয়ার ছেলে সুমন (২০) ও সেকুল মিয়ার ছেলে শরীফ (১৫)।…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ময়মনসিংহ অঞ্চলের মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে পৌরশহরের কালিবাড়ি এলাকায় শতাধিক মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরআগে বারহাট্টায় একশ বন্যার্তর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ময়মনসিংহ অঞ্চলের জ্যেষ্ঠ নেতা মো. রফিকুল ইসলাম রবি, নারী নেত্রী সুফিয়া খাতুন, সংগঠক সাইফুল ইসলাম (ভুট্টো), ফরমান আলী, আব্দুস সামাদ ও মোহনগঞ্জ শাখার সভাপতি সুভাস দত্ত উপস্থিত ছিলেন। মো. রফিকুল ইসলাম রবি জানান, আজ আমরা বারহাট্টা ও মোহনগঞ্জ এলাকায় দুই শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ দিয়েছি। আগামীকাল…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বড় ভাইকে হত্যা শেষে লাশ গুম করার অপরাধে ভাবী ও ভাবীর বাবাকে আসামি করে দায়েরকৃত মামলায় ভিকটিমকে (মৃত ব্যক্তি) জীবিত উদ্ধার করেছে সিআইডি। রবিবার সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার সাইয়েদ আহমেদ এতথ্য নিশ্চিত করেন। জীবিত উদ্ধার শাহজাহান কবির নেত্রকোনা কলমাকান্দা উপজেলার বাদে আমতৈল গ্রামের মৃত ইন্নছ আলী ছেলে। তাকে জামালপুরের নুরুন্দি শৈলেরকান্দা পীরের মাজার এলাকা থেকে উদ্ধার করে সিআইডি। মামলার বাদী হলেন ভিকটিমের (শাহজাহান) ছোট ভাই আবুল খায়ের। তিনি তার ভাইকে হত্যা শেষে গুম করে অন্যত্র লুকিয়ে ফেলার অপরাধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরআগে ভাই নিখোঁজের বিষয়ে থানায় জিডিও করেন। আসামিরা হলেন- ভাবী (শাহজাহানের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমকাকান্দা উপজেলায় বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে তিন বছর বয়সি নুসরাত জাহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যার আগে উপজেলার চিনাহালা গ্রামে পানিতে ডুবির ঘটনা ঘটে। নুসরাত জাহান একই গ্রামের মো. সোহেল মিয়া ও মোছা. পারভীন আক্তার দম্পত্তির একমাত্র সন্তান ছিল। বাবা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। জানায়, নুসরাতে মা রান্না ঘরে কাজে ব্যস্ত সময় পাড়র করছিল। নুসরাত উঠানে খেলা করছিল। সকলের অজান্তে কোন এক ফাঁকে উঠানের কাছে আসা বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যার আগে নুসরতকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য নিয়ে আসে পরিবারের লোকজন। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা কলমাকান্দা থানায় অপহরন ও সহায়তা করার অপরাধ মামলায় মৃত ব্যক্তির নাম দেওয়ার অভিযোগ উঠেছে। বাদী (৬২) তার নবম শ্রেণির পড়ূয়া মেয়েকে (১৬) অপহরনের দায়ে মো. জুয়েল মিয়াকে (৩২) প্রধান আসামি ও এ কাজে সহায়তাকারী হিসেবে আরো পঁাচজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ে করেন ওই মেয়ের বাবা। এ মামলায় অন্যান্য আসামিরা হলেন- প্রধান আসামির চার ভাই কাউসার মিয়া (৪০), মোবারক (৩৫), মিনারুল (৩০) ও জামিরুল (২৫) এবং তাদের বাবা আ. রশিদ (৬৫)। তারা সকলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, আসামিগণের বাবার আ. রশিদ একযুগ পূর্বেই…
স্টাফ রিপোর্টার : ঢাকা আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে ও বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঘন্টাব্যাপী পৌরশহরে আবু আব্বাছ কলেজের আয়োজনে ওই কলেজের সামনের সড়কের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচী পালিত হয়। শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. নাজমুল কবির সরকারের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত কুমার সাহা রায়রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক বদিউজ্জামান প্রমুখ। সহকারি অধ্যাপক মো. নাজমুল কবির সরকার বলেন, ‘শিক্ষককে পুলিশ প্রহরায়…