কে. এম. সাখাওয়াত হোসেন: মালিকবিহীন আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যটালিয়নের সদস্যরা। অবৈধ পথে আনা ৮৯ বোতল মদের মধ্যে রয়েছে ভারতীয় আইস ভদকা ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ মুন্সিপাাড় বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালন করেন। এসময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘিলাগড়া নাম এলাকায় সীমান্ত পিলার ১১৪০/৩-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করে টহল দলটি।
তিনি আরও জানান, আমদানী নিষিদ্ধ অবৈধ পথে আনা আইস ভদকা ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।