Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত সোমবার সন্ধ্যায় পূর্বধলার ইলাশপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্বধলা শাখার একজন কর্মী। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানা ওসি মো. নূরুল আলম জানান, গত ২৪ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মাসুদ রানাকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যা দিবস উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মাহমুদুদল হাসান, সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর, বৈষম্য বিরোধী ছাত্র…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে নেত্রকেনার দুর্গাপুরে সম্মানীত সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সম্মানে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি তোবারক হোসেন খোকন।   এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আলহাজ্ব  জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ওসি মাহমুদুল হাসান, পৌর বিএনপি‘র আহবায়ক আবু ছিদ্দিক রুক্কু, সদস্য সচিব সম্রাট গণি, এডভোকেট মানেশ সাহা, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সামাজসেবক হাজী…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। তিনি ৫ আগষ্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সোমবার (২৪ মার্চ) রাতে বাসায় ফিরেন। ওইদিনই দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রকোনা জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মোটরসাইকেল পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় টুকুকে গ্রেফতারের করা হয়েছে এবং তিনি সিরাজগঞ্জসহ নেত্রকোণা সদর থানায় ছয়টি মামলার এজাহারনামীয় আসামি বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত জেলা আ.লীগ নেতা টুকু নেত্রকোনা পৌরশহরের মসজিদ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং মৃত গাজী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।  আটককৃত দুজন হলেন- আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম এবং একই উপজেলার শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের সোমবার (২৪ মার্চ) দিনগত মধ্য রাতেই আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা।  সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে ৬৩ ইষ্ট বেংগলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো.…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুমন মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালের দিকে ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এরআগে গত সোমবার (২৪মার্চ) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুমন একই গ্রামের রফিক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিল। গত সোমবার সন্ধ্যায় সুমনকে একা বাসায় রেখে তার বাবা রফিক মিয়া ধান খেতে পানি দেওয়ার জন্য বের হন। খেতে পানি দেওয়া শেষে বাসায় ফিরে দেখেন তাঁর ছেলের নিথর দেহ ঘরের আড়ার সাথে ঝুলছে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মানে কুরআন উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে কেন্দুয়া উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামের আলোকে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কুরআন উপহার প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সকলের অংশগ্রহণে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি কিরণ…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: মাদরাসার শিক্ষার্থীকে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. মুজাহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার। এরআগে একই দিন বেলা আড়াইটার দিকে মুজাহিদুল ইসলামকে চেংজানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানায় গত ১ ডিসেম্বর দায়ের করা মাদরাসার শিক্ষার্থী অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের এবং এক ব্যক্তির আটককে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৪ মার্চ) কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে আটককৃত কামরুজ্জামানের মুক্তির দাবিতে স্থানীয় গ্রামবাসী এবং সামাজিক সংগঠন ‘স্বদেশপ্রেম গ্রুপ’ এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এম এ রউফ, ইয়াসিন আরাফাত, মো. সাইদুর রহমান, নুরে আলম তালুকদার, রাছেল আহমেদ হলুদ ও শাখাওয়াত হোসেন। বক্তারা অভিযোগ করেন, মৃত ফজলে এলাহীর পুত্র সৈনিক আরিফুজ্জামান পরিকল্পিতভাবে নিজ বাড়িতে আগুন দিয়ে এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তাঁরা বলেন, এই ধরনের মিথ্যা মামলা জনমনে বিভ্রান্তি তৈরি…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমুল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাবে ক্ষতিগ্রস্থ প্রান্তিক পর্যায়ে নারী দল সদস্যদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিস) পরিচালিত অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইমেন অ্যান্ড মারজিনালাইজড্‌ পিপল (আওয়াম) প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে ২০জন নারীদল সদস্যকে আয় বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে অংশীদারিত্বের ভিত্তিতে নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। নেত্রকোনা পৌরশহরের পূর্বকাটলী এলাকার কেন্দ্র অফিসে প্রশিক্ষণের উদ্বোধন এবং নারী সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রৌফ সরকার।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় খামারের পাহারাদারকে হত্যা করে সাত গরু লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫), মো. ইউনুস আলী (৪৫)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরিসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার (২৪ মার্চ) নেত্রকোনা জেলা পুলিশ সপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এতথ্য জানান। এর আগে.গত রবিবার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদেরকে গাজীপুর মহানগরে বিভিন্ন থানা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রেনু মাষ্টারের বিরুদ্ধে ভিজিএফের বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের কারসাজিতে ইউনিয়নের এক ও দুই নম্বর ব্লকের ছয়টি ওয়ার্ডের গ্রামের মানুষ চাল পায়নি। গতকাল রবিবার ওই ব্লকের অনেক গ্রামের মানুষ আশার করে চাল নিতে গিয়ে খালি হাতে ফিরেছেন। এতে অনেকের মধ্যে ক্ষোভ দেখা গেছে। চাল বিতরনে স্বজনপ্রীতির অভিযোগ তুলেন মৌগাতি গ্রামের রাহেলা খাতুন (৭৫), শরীফ মিয়া (২৭), হাফিজ মিয়া (৩৫), জায়েদা (৪৫), জুয়েল (৩৫) ও মাসুদ মিয়া (৩৫), তেলিগাতী গ্রামের শাহানা খাতুন (৬৫), হলুদাটি গ্রামের কুসুমা (৬০),…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ছাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।   নিহতের চাচা মো. আব্দুর রহমান সূত্রে জানান, মোশারফ স্থানীয় একটি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের উপর ইসরায়েল ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়। রবিবার (২৩ মার্চ) দুপুরে এই বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। মিছিলটি উপজেলার সাউদপাড়া এলাকা থেকে শুরু হয় এবং বাসস্ট্যান্ড হয়ে সাজিউড়া মোড় ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিক্ষোভকারীরা। খেলাফত মজলিসের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন আবু রায়হানসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন সময় দেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তাদের অবস্থান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের বুরুঙ্গা এলাকার সেতুটি জোড়াতালি দিয়ে চলছে। উপায় না থাকায় সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। তবে বর্তমানে অবস্থা এতটাই খারাপ যে দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে। রবিবার (২৩ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুরুঙ্গা এলাকার সেতুটি মানুষের কাছে ভাঙা ব্রিজ নামেও পরিচিত এখন, সেতুটির মাঝখানের ভাঙা অংশে বসানো স্টিলের পাটাতনের অনেক জায়গাই ভাঙ্গা। ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। কেউবা যানবাহন থেকে নেমে ঠেলে পার করছে। সেতুর দুই পাশের রেলিং গুলোও প্রায়ই ভেঙে গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির এ অবস্থা থাকলেও শুধু নাম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালামকে (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার একই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত নওয়াব আলী মেম্বারের ছেলে। রবিবার (২৩ মার্চ) দুপুরের দিকে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এরআগে গত শনিবার দিনগত রাতে আবুল কালামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, পূর্বধলা থানায় গত ১২ ডিসেম্বরে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জড়িত সন্দেহে আবুল কালামকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ (রবিবার) দুপুরের দিকে তাকে জেলা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে প্রেমিকার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। প্রেমিকের ক্রমাগত হুমকির পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মৃত ফজলে এলাহীর পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তার দুই ছেলে আরিফুজ্জামান ও সোহেল রানা এবং এক মেয়ে রয়েছে। বড় ছেলে আরিফুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। ছোট ছেলে ময়মনসিংহ শহরে পড়াশোনা করছে। তাদের বাবার মৃত্যুর পর, দুই ভাই বোনের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারটি একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেতে থাকে। চিঠিতে লেখা হয়, বোনের বিয়ে যদি…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: ২০২৪ এর জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত উগ্রবাদী আওয়ামীলীগকে নিষিদ্ধে দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় নেত্রকোনা পৌরশহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘নেত্রকোণার সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়। নেত্রকোনার সর্বস্তরের ছাত্র জনতার এই কর্মসূচীতে একাত্মতা পোষন করে বিক্ষোভে অংশ নেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারি মহাসচিব গাজী মুহাম্মদ আব্দুল রহীম রুহী, জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রকৌশলী মো. শেখ জামাল আবির, রফিকুল ইসলাম শুভ, আব্দুল গাফ্ফার, রুবি, শেখ অনন্যা, ফায়জা, সাজিদ, মমিনুল, শান্ত, মিনহাজ উদ্দিন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি বাজারের ৬২ বছর বয়সী তরকারি ব্যবসায়ী তারা মিয়া গত শুক্রবার রাতে নৃশংসভাবে খুন হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়ার বাড়ি গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাশাটি বাজারে পেয়াজ-রসুন বিক্রির ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বাজার শেষে তিনি রাত ৯টা থেকে ১০টার মধ্যে সাইকেলযোগে বাড়ি ফিরতেন। তবে ঘটনার দিন তিনি সাইকেল নিয়ে যাননি এবং ধারণা করা হচ্ছে, তিনি হেঁটেই বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কাটাহুসিয়া গ্রামের চৌপার পুল এলাকায় তার উপর হামলা চালানো হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে তার ক্ষতবিক্ষত মরদেহ সাতারখালী খালের কাঁদায় পড়ে থাকতে দেখা যায়।…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সমানের সড়কে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে ও নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা রোভারের কমিশনার অধ্যাপক রফিকুল্লাহ হক চৌধুরী কামাল, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জিপি অ্যাড. মাহফুজুল হক, অধ্যক্ষ আনোয়ার হাসান, অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা প্রেস ক্লাবের সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, কবি এনামূল হক পলাশ, গণধিকার…

আরও পড়ুন