নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত সোমবার সন্ধ্যায় পূর্বধলার ইলাশপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয়ভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্বধলা শাখার একজন কর্মী।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানা ওসি মো. নূরুল আলম জানান, গত ২৪ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত মাসুদকে কারাগারে প্রেরণ করেন।