প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে বলেছেন, রাশিয়ার সামরিক হুমকি মোকাবেলোয় ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। এ দুই প্রেসিডেন্টের প্রায় দেড় ঘণ্টা ধরে কথা বলার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অখন্ডতা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্নিশ্চিত করেন।’ এ ছাড়া বাইডেন ইউরোপের পূর্বাঞ্চলীয় ন্যাটোর মিত্র নয় দেশের নেতার প্রতি আহ্বান জানান এবং ইউক্রেনের সীমান্ত বরাবর রাশিয়ার অস্থিতিশীল সামরিক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। তিনি মিত্র দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষার জন্য ন্যাটোর অবস্থান অটল রাখার বিষয়েও আলোচনা করেন। সূত্র : এএফপি।
Author: Murad Hossen
বিশ্বের সবচেয়ে বড় সাইক্লিং রেসের প্রতিযোগিতা ট্যুুর দি ফ্রান্সে একটি প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়েছিলেন এক নারী। সেই প্ল্যাকার্ডটি টিভির ক্যামেরায় দেখানোর জন্য নিজের অজান্তেই রাস্তার উপর এসে পরেন তিনি। প্ল্যাকার্ডটিতে লেখা ছিল ‘এগিয়ে যাও দাদা-দাদী’। জার্মানিতে থাকা নিজের দাদা-দাদীর প্রতি ভালোবাসা দেখাতে এ প্ল্যাকার্ড এনেছিলেন তিনি। যখন ওই নারী তার প্ল্যাকার্ড দেখাতে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই তার পেছনে চলে আসে সাইকেল প্রতিযোগীদের বহর। টনি মার্টিন নামে জার্মান একজন সাইক্লিস্টের সাইকেল হালকা করে ধাক্কা লাগে সেই নারীর শরীরে। এতে করে পরে যান সেই প্রতিযোগী। এরপর তার পেছনে থাকা বেশ কয়েকজন প্রতিযোগী হুড়মুড় করে একে অপরের উপর পরতে থাকেন। একজন, দুজন নয়…
রাইফেল উঁচিয়ে ধরা বীর মুক্তিযোদ্ধার পাশেই ক্যামেরা হাতে ফরাসি ফটোসংবাদিক অ্যান ডি হেনিং; স্মৃতির ধুলো ঝেড়ে একাত্তরের উত্তাল সময় আবারও দেখা দিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিকামী বাঙালি যেমন অস্ত্র হাতে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তেমনি ক্যামেরার লেন্সকেই মুক্তি সংগ্রামের অস্ত্র করে তুলেছিলেন এই আলোকচিত্রী। পাকিস্তানি সেনাদের চোখ রাঙানি উপেক্ষা করে কুষ্টিয়ার পথে-প্রান্তরে চষে বেড়িয়েছেন তিনি। তার তোলা ছবিতে মুক্তিযুদ্ধের ভয়াবহতা পৌঁছে যায় ফ্রান্সসহ বিশ্বের নানা প্রান্তে। এসব ছবিতে একাত্তরে বাংলাদেশের মানুষের দুর্দশা, শরণার্থী জীবন এবং পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ যেমন উঠে এসেছে, তেমনি স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ছবিও…
রাজধানীর বনানীতে বিমানবন্দর সড়কে দ্রুতগামী একটি মার্সিডিজ কার একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে তিন জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পরে তল্লাশি করে গাড়িটি থেকে কয়েকশ গ্রাম গাঁজা পাওয়ার দাবি করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা বনানী থানার উপপরিদর্শক আফজাল হোসেন বলেন, মার্সিডিজ গাড়িটি সজোরে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। “বিমানবন্দর সড়কে বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের সামনে সেটি একটি সিএনজিচালিত অআহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় কাউকে আটকের কথা জানাননি পুলিশ কর্মকর্তা আফজাল হোসেন। এদিকে দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, সাদা রঙের মার্সিডিজ গাড়িটির বাম পাশ বিধ্বস্ত। গাড়ির…
এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা বেনজীর আর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। ২০০৪ সালে গঠিত র্যাবের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যার’ অভিযোগ অনেক পুরনো। সেজন্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন সময়ে কঠোর সমালোচনাও করেছে।বরাবরের মতই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৭ কোটির জনগণের দেশে কিছু অপরাধী ‘থেকেই থাকে’। “আর মাদক কারবারিরা নিজেদের রক্ষা করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। আমাদের প্রশিক্ষিত বাহিনী অভিযান চালালে তারা অস্ত্র ব্যবহার করে এবং গোলাগুলির ঘটনা ঘটে এবং হতাহতের ঘটনাও ঘটে।” যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত…
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। পুরোদমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনকে সামনে রেখে দলের ১৭ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার তাদের দল থেকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেন- বুধন্তি ইউনিয়নে দেলোয়ার হোসেন খান ও মো. মোবারক হোসেন, চান্দুরা ইউনিয়নে কাজী ফয়েজ, ইছাপুরা ইউনিয়নে জিয়াউল হক বকুল ও আকতার হোসেন, চম্পকনগর ইউনিয়নে ইউসুফ আলী ভূইয়া ও আনোয়ার হোসেন চৌধুরী, পত্তন ইউনিয়নে তাজুল ইসলাম ও সামসুল আলম, চর ইসলামপুর ইউনিয়নে মোহাম্মদ…
ভারতের ১১৭টি ‘লুপ্তপ্রায়’ ভাষার তালিকা প্রকাশ করা হয়েছে। দেশটির কেন্ত্রীর সরকারের তরফে এই তালিকা সাটানো হয়েছে। ভারতে প্রচুর আঞ্চলিক ভাষা আছে, যে ভাষায় নির্দিষ্ট এলাকার মানুষ কথা বলেন। তাদের মাতৃভাষাই সেটা। এমনই কিছু ভাষা আছে যে ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ১০ হাজারেরও কম। ভারতের কেন্দ্রীয় সরকার এমনই কিছু ভাষা তালিকাভুক্ত করেছে। এই ভাষাগুলোর প্রত্যেকটিতে কথা বলা মানুষের সংখ্যা ১০ হাজারেরও কম। কেন্দ্রীয় সরকার এই কাজের দায়িত্ব দেয় সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, মহীশূরের ওপর। তারাই খুঁজে বের করেছে এমন ১১৭টি ভাষাকে। সেই ভাষাকে নথিভুক্ত করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে সিআইআইএল। এই ১১৭টি ভাষার মধ্যে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির টোটো,…
গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বী ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সাধু মাইকেল অডিটোরিয়ামে তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লী আয়োজিত এক অনুষ্ঠানে ওই ধর্মপল্লীর এসব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে এ সংবর্ধনা দেওয়া হয়। মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুমলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবিন গমেজ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, ধর্মপল্লী ন্যায় ও শান্তি কমিটির আহ্বায়ক বাদল বেঞ্জামিন রোজারিও, বীর মুক্তিযোদ্ধা সন্তোস লুইস গমেজ। অনুষ্ঠানে তুমলিয়া বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা রোজলিন কস্তার সঞ্চালনায় স্থানীয় নৃত্য, অভিনয় ও সংগীত…
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন। নিহত কাউসার আহম্মেদ (২০) মির্জাপুর উপেজলার কাহারতা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মির্জাপুরের সোনালিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও মির্জাপুর এলাকার মুসলেম উদ্দিন (৫০)। টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন জানান, সকালে শহরের পার্কবাজার থেকে কাঁচামালবাহী একটি পিকাপ (ঢাকা-মেট্রো-ন ১৪-৮৪৪৭) মির্জাপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে সজড়ে…
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’’ রেজুলেশন সবার সম্মতিতে গৃহীত হয়েছে। আজ শুক্রবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন। বিশ্বব্যাপী শান্তির সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি আহ্বান জানান। রেজুলেশনটি উত্থাপনকালে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, এ বছর রেজুলেশনটি আরও বেশি প্রাসঙ্গিক ও জরুরি কারণ বিশ্বব্যাপী আমরা কোভিড-১৯ অতিমারির নজিরবিহীন ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছি। রাষ্ট্রদূত আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে রেজুলেশনটির প্রাসঙ্গিকতা বহুগুণে বেড়েছে, এর ফলে জাতিসংঘের প্রধান প্রধান কার্যাবলীতে ‘শান্তির…
কুমিল্লার নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় আহত হওয়া এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার হামলায় আহত ছাত্রলীগ নেতা শাকিল হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত শাকিল পেড়িয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। পুলিশ ও দলীয় সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথসভা চলাকালে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থকদের সাথে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে শাকিল, মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে…
হজরত জিবরাইল (আ.) ছিলেন রসুলুল্লাহ (সা.) এর প্রতি ওহিবাহক ফেরেশতা। তাঁরই মাধ্যমে সমগ্র কোরআন মহানবী (সা.)-এর প্রতি অবতীর্ণ হয়। কোরআনে কারিম অবতরণ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি রসুলুল্লাহ (সা.)-এর কাছে আগমন করতেন। সাহাবি হজরত ওমর বিন খাত্তাব (রা.) বর্ণনা করেন, ‘একদিন আমরা রসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় সাদা ধবধবে কাপড় ও মিশমিশে কালো কেশধারী একজন লোক আমাদের কাছে উপস্থিত হলেন। তাঁর মধ্যে (দূরবর্তী আগন্তুকের মতো) ভ্রমণের কোনো চিহ্নও দেখা যাচ্ছিল না। অথচ আমাদের মধ্যে কেউ তাঁকে চিনতেও পারল না। তিনি রসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে বসলেন এবং তাঁর দুই জানুর সঙ্গে নিজের দুই জানু মিশিয়ে, দুই হাত তাঁর দুই…
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান গত রাতে কানাডায় গেছেন। তিনি ৭ ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আর ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এত দ্রুত কীভাবে তিনি কানাডার ভিসা পেলেন? তার কাছে কি আগেই কানাডার ভিসা ছিল? কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডায় গেলেন? এমন নানা প্রশ্ন উঠছে। ডা. মুরাদের এত দ্রুত দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আচ্ছা, ডা. মুরাদ চাইলেন আর অমনি টিকিট কেটে কানাডার উদ্দেশে প্লেনে চড়ে বসলেন! বিষয়টা এত সহজ হলো কেমনে? বাংলাদেশের কতজন মন্ত্রী,…
ঢাকা-বরিশাল নৌ-রুটের যাত্রীবাহী বিলাসবহুল এমভি কুয়াকাটা-২ লঞ্চ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লঞ্চটির নিচতলায় পেছনের দিকে স্টাফ (গ্রিজার/লস্কর) কেবিন থেকে এই লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত তরুণীর শারমিন আক্তার। তিনি ঢাকা পলিটেকনিকসংলগ্ন কুনিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম এনায়েত হোসেন ফকির। কুয়াকাটা-২ লঞ্চের স্টাফ সোহাগ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে দুই তরুণ-তরুণী ১ হাজার ৮০০ টাকায় স্টাফ কেবিন ভাড়া নেন। তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর আর তরুণের বয়স ৩৫ বছর হবে। লঞ্চটি ছাড়ার সময়ও তারা একসঙ্গে ছিলেন। রাত ১১টার দিকে একজন লস্কর তাদের টিকিট দিতে কেবিনে যান। তখন তাদের স্বাভাবিক অবস্থাতেই দেখতে…
মাদারীপুরের শিবচরে চতুর্থ ও পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকে নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তিনি বিভিন্ন ধরনের অযুহাত ও করণিক ভুলত্রুটি মাধ্যমে প্রার্থিতা বাতিলের ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন। উপেজলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদের এমন বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিকার ও অপসারণ চেয়ে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এক ইউপি চেয়ারম্যান প্রার্থী। লিখিত অভিযোগ ও বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের ১০ জানুয়ারি হারুন-অর-রশিদ মাদারীপুরের শিবচরে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করে। তিনি যোগদানের পরে গত তিন বছরে শিবচরে উপজেলা পরিষদ, পৌরসভা ও…
গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক। মামলায় সঙ্গীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াদ রশিদ মিথিলাসহ ৯ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় যেকোনো সময় তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। আজ শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্জাদুর রহমান বলেন, চটকদার বিজ্ঞাপন ও বেশি মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহককে এরইমধ্যে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এমন অভিযোগে এক ব্যক্তি মামলা করেছেন। প্রতিষ্ঠানটির প্রতারণার শুরু থেকে সংযুক্ত করা হয়েছিল নামিদামি তারকাদের। অনেকের অভিযোগ জনপ্রিয় এসব তারকাদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা…
নীলফামারীতে ট্রেন দুর্ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার(৯- ডিসেম্বর) রাত আটটার দিকে কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া এলাকায় এসে নিহত দুই পরিবারের সদস্যের সাথে সাক্ষাত করতে যান তিনি। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বউবাজারে সংক্ষিপ্ত শোক সভায় বক্তৃতা কালে তিনি বলেন, আমার কথা বলার ভাষা নেই। এক্ষতি পূরণ হবার নয়। অবুঝ তিন শিশুর মৃত্যুর খবরটি জানার পর আমার আর কিছুই ভালো লাগছিলো না। পাশাপাশি তাদের বাঁচাতে শামীম হোসেন নামে যে যুবকটি এগিয়ে গিয়ে নিজের জীবন দিয়েছেন সে সাহসী উদ্যোগ নিয়েছিলো। আমি তাকে শ্রদ্ধা জানাই।…
সুনামগঞ্জে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। সুনামগঞ্জ হোসেন বখত চত্বর সংলগ্ন সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালন করে মানবাধিকার সংগঠন অধিকার। অধিকারের সুনামগঞ্জের ফোকাল পারসন মুহাম্মদ আমিনুল হক এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন প্রথম আলো নিজস্ব প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, পৌর কলেজের প্রভাষক আলী নেওয়াজ আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, সাংবাদিক বাবুল মিয়া, মিজানুর রহমান রুমান, মানবাধিকার কর্মী আবু হানিফ, ইয়াহইয়া হাসান, রায়হান, এরশাদুল, আবুল হাসনাত, সানুয়ার, সাঈফ,রাকিব প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তারেক আকন্দ (২৯) কে গ্রেফতার করেছে। শুক্রবার (১০ই ডিসেম্বর) রাতে উপজেলার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে উপজেলার রতনপুর গ্রামের এনামুল আকন্দের ছেলে। র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার তৌকির জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার শ্রীমন্তপুর হাটখোলা বাজার হতে গ্রেফতার করা হয়। সে জিআর ১৮৬/২০১২(জয়), প্রসেস নং-১০৮৯/২১, তারিখঃ ২১/১১/২০২১খ্রিঃ, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৩ (খ) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। পরে গ্রেফতারকৃত আসামীকে পাঁচবিবি থানায় জিডি মূলে হস্তান্তর করা হয় ।
ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ টি ইউনিয়নে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা কৃষি অফিসার আকরাম হোসেন এর নিকট ১ নং ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান পদে ১। নৌকা প্রতিক সেকেন্দার আলী মোল্লা, ২। হাবিবুর রহমান ৩। শাহীন এমডি আল আমিন ৪। এ এস এম ফেরদৌস কামাল ৫। রেজাউল করিম খান ২ নং মির্জাপুর ইউনিয়নে ১। নৌকা প্রতিক নিয়ে ফিরোজ আহমেদ ২। বিপুল হোসেন ও শহিদুল ইসলাম ৩ নং দিগনগর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে জিল্লুর রহমান তপন ২। এ বি এম মুক্তারুজ্জামান ৩। শাহনাজ পারভীন শাপলা ৪। ইদ্রিস আলী, ৫ নং কাঁচেরকোল ও ৬ নং…