আজ ১০ই ডিসেম্বর মাদারীপুর পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি মাদারীপুর মুক্ত দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
তিনি মাদারীপুর এসে পৌঁছালে জেলা পুলিশ তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন মন্ত্রী।
১৯৭১ সালের ১০ই ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে মাদারীপুরের সমাদ্দারে একটানা ৩৬ ঘন্টা সম্মুখ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, খলিল বাহিনীর প্রধান বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান ও অন্যান্যরা।