তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিনের দায়ের কুপে তার ছোট ভাই শামসু উদ্দিনের (৩৭) হাতের কব্জি শরীর থেকে বিছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) বিকেলে জুড়ী থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে। আহত শামসু উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মুরশেদুল আলম ভূঁইয়া এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এবিএইচ//
Author: Abdul Hannan
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেছে ভোলা ওপেন স্কাউট গ্রুপ।তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের মধ্যে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন। এই মানবিক উদ্যোগে বিশেষভাবে সহযোগিতা করেন ভোলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডঃ মোঃ সালাউদ্দিন। তিনি এই কার্যক্রমে কম্বল দিয়ে সহায়তা করেন। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় কার্যক্রমটি শুরু হয়। ভোলা সদর হাসপাতালের অসহায় রোগীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগটি নেয়া হয়েছে। ডঃ মোঃ সালাউদ্দিন বলেন, “মানবতার সেবায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা সকলেই যদি এইভাবে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”…
ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ রাত ১টায় মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৯ ডিসেম্বর মিশরের কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে প্রধান উপদেষ্টা কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন তার প্রেস উপ-সচিব অপূর্ব জাহাঙ্গীর। ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সপ্তাহে কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ কমিশনের ৪৮তম বৈঠকের মাধ্যমে ডি-৮ এর জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ চিহ্নিত হয়েছে। প্রথমত আগামী কয়েকদিন মূল আলোচনাগুলো হবে, যা ১৮…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করব দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোবরা বাস স্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ বিষয়ে নড়াইল সদর…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর মহানগর এর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে ৪ ডিসেম্বর (বুধবার) রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন। কারখানার ছাঁটাইকৃত ৮৭ জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয়। শ্রমিকরা জানান- কিছুদিন আগে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করে। এতে তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। তারা অবিলম্বে পুনর্নিয়োগের দাবি জানান এবং এ বিষয়ে স্লোগান দিতে থাকেন। রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক…
শব্দদূষণ আধুনিক শহর জীবনের এক বড় সমস্যা। নগরায়ন ও শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে শব্দদূষণ ক্রমশ বেড়েই চলেছে। যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন, নির্মাণকাজ, লাউডস্পিকার এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান শব্দদূষণের প্রধান উৎস। এই সমস্যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে। শহর কিংবা গ্রাম সবখানেই এখন শব্দদূষণ। অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে মাইকে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা। রাজধানী ঢাকাসহ সকল শহর-গ্রামগঞ্জে বাসাবাড়িতে থাকা অবস্থায়, রাস্তাঘাটে চলাচল করার সময় শব্দদূষণের অত্যাচারে টেকা দায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, স্বাভাবিক শব্দের সহনীয় মাত্রা ৫৫-৬০ ডেসিবেল। কিন্তু ঢাকার মতো শহরে এটি ৮৫ থেকে ১২০ ডেসিবেল পর্যন্ত পৌঁছে যায়। শুধু ঢাকা নয়, সারাদেশেই এই শব্দদূষণে আক্রান্ত । এই মাত্রার…
চট্টগ্রামে আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আজ বুধবার দুপুর ১টার পর প্রধান উপদেষ্টার ফেরিভায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে এমন তথ্য জানানো হয়।গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। ফেসবুক পোস্টে বলা হয়, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ছয়জনকে আটক করেছে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ১কোটি টাকার সরকারি জমি দখল করে দেয়াল নির্মাণ করেছিলেন মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২৬শে নভেম্বর) আদালতের রায়ের পর বিকেলে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এর উপস্থিতিতে অবৈধ সেই দেয়াল ভেঙ্গে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন। এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙ্গে ৩৩ শতক প্রায় আনুমানিক মূল্য ১ কোটি টাকার…
পবিপ্রবি প্রতিনিধিঃ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। পাশাপাশি হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন তারা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ চত্বর ও মুক্ত বাংলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে এ দাবি জানায় তারা। বিক্ষোভ মিছিলে মো. জায়েদ তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের আগ পর্যন্ত আমরা সব ধর্মের মানুষ মিলে দেশ স্বাধীন করেছি। কিন্তু আজকে চট্টগ্রাম কোর্টে প্রকাশ্য দিবালোকে যা হয়েছে (মানুষ হত্যা) তা কোনো ধর্মের ধার্মিক মানুষ করতে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষায় দায়িত্বে সর্বদা অগ্রনী ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। সমসাময়িক প্রেক্ষাপটে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (১৯শে নভেম্বর) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত পরিচালনাকালীন আনুমানিক সকাল ৭টায় ০২ জন (পুরুষ) ব্যক্তিকে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুরগুল নামক স্থান হতে আটক করেন। আটককৃত ব্যক্তিরা মোঃ মোহাবব্বত আলী হাওলাদার (৬৫),…
আজ ৭ নভেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ রান্নার দিন।রান্নাবান্নার কথা মনে হলেই মেয়েদের কথাই মাথায় আসে কিন্তু শুধু যে নারীরাই ভালো রাঁধুনী, তা কিন্তু নয়। বর্তমানে নারী-পুরুষ ভেদাভেদে সবাই টুকটাক রাঁধতে জানেন। এই বিশেষ দিনটি মূলত সেই সকল পুরুষদের জন্য উৎসর্গ করা হয়েছে, যারা সাধারণত রান্না করার সুযোগ পান না বা রান্নাঘরে তেমন সময় কাটান না। পুরুষদের রান্না করার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে, প্রতি বছর এই দিনে পুরুষদের খাবার তৈরির মজাদার চ্যালেঞ্জ দেওয়া হয়। এই দিবসটি উদযাপন করার মূল লক্ষ্য হলো, পুরুষদেরকে রান্না শেখানোর মাধ্যমে পরিবারে আরও সমতা প্রতিষ্ঠা করা এবং রান্না করার আনন্দের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া।…
আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের ইতিহাসে শেষ পর্যন্ত রাজকীয় প্রত্যাবর্তন হলো ডোনাল্ড ট্রাম্পের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর মধ্য দিয়ে ১৩২ বছরের এক রেকর্ড ভাঙলেন ট্রাম্প। ইতোমধ্যে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের ল্যান্ডমার্ক পার করে ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে পরিষ্কার ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে গেছে তার দল রিপাবলিকান পার্টির। দারুণ এ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে রিপাবলিকান শিবির। অবশ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা। বড় স্টেটগুলোতে জিতে হোয়াইট হাউস পুনরুদ্ধারের দৌড়ে থাকা সাবেক প্রেসিডেন্টের ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন ডেমোক্র্যাটদের নারী কাণ্ডারি। কিন্তু শেষ পর্যন্ত সুইং স্টেটের ফলাফলই…
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেনকে (আমুকে) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দেড়টার দিকে পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আমির হোসের আমুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, আমির হোসেনের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি ১৪ দলের সমন্বয়ক ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে আবার বিদেশে পালিয়ে গেছেন।
ক্রীড়াঃ- প্রথম দল হিসেবে তিন ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই করলো নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে তিন ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই করলো নিউজিল্যান্ড। হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম। দ্বিতীয় দিন ভারত যেভাবে শেষ করেছিল, তাতে ভালো কিছুর আশাই করছিল। কারণ বড় লক্ষ্য দেওয়ার আগেই ধস নামাতে পারে কিউইদের ব্যাটিং লাইন আপে। কিন্তু স্পিন বান্ধব উইকেটে ১৪৭ রানের লক্ষ্যটাকেও মনে হচ্ছিল পাহাড় সমান! ভারত দ্বিতীয় সেশনে খেলতে নেমেই ১২১ রানেই গুটিয়ে গেছে। এবিএইচ/ ক্রীড়া …
শনিবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধনে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে স্থানীয় ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে তিনি ওই শো-রুমটি উদ্বোধন করতে পারেননি। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পাশাপাশি মেহজাবীনকে মারধর করা হয়েছে বলেও গুজব ছড়িয়ে পড়ে! অথচ ভাইরাল হওয়া সেই ছবিটি অভিনেত্রীর একটি নাটকের লুক, যা তিনি মাসখানেক আগে শেয়ার করেছিলেন। এ ঘটনার পরে অভিনেত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে এসে অনুরাগীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যেখানে তিনি জানান, সুস্থ আছেন বলে জানান। মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ…
শীত এলেই বিয়ের ধুম পড়ার কারণ হলো এই মৌসুমটি বিয়ের জন্য একদম আদর্শ মনে করা হয়। অনেকেই শীতকালকেই বিয়ের জন্য বেশি পছন্দ করেন, কারণ এতে আয়োজন আরামদায়ক ও উপভোগ্য হয়ে ওঠে। শান্ত-শিষ্ট এই ঋতুতে যেখানে থাকে না প্রখর রৌদ্র কিংবা মেজাজ খারাপ করা গরম।তবে শীতে বিয়ে করলে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ উভই পক্ষেই রয়েছে বেশকিছু সুবিধা। চলুন তাহলে জেনে নেওয়া যায় সুবিধাগুলো:- ১. আবহাওয়ার আরামদায়কতা শীতকালে আবহাওয়া সাধারণত ঠান্ডা থাকে, যা বিয়ের পোশাক পরা, বিশেষ করে ভারী শাড়ি, লেহেঙ্গা, বা শেরওয়ানি পরার ক্ষেত্রে আরামদায়ক হয়। গরমের চেয়ে শীতে দীর্ঘ সময় ধরে সাজসজ্জা ও পোশাক পরা সহজ। ২. মেকআপ দীর্ঘস্থায়ী থাকে…
দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণা করার কথা জানানো হয়। এতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়ান। এ ছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি নিজের ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তিনি নিজ স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আন্তজার্তিক |মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি আবার গাজা দখল করে নেয়, তাহলে তা ‘বড় ভুল’ হবে। সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন এই মন্তব্য করেন। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। পুরো গাজা দখল করে নেওয়া সমর্থন করেন কি না, বাইডেনকে এমন প্রশ্ন করা হলে এর জবাবে তিনি বলেন, আমি মনে করি এটা ‘বড় ভুল’ হবে। আমার দৃষ্টিতে হামাস ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না এবং আমি মনে করি ইসরায়েল যদি আবার গাজা দখল করে নেয়, তাহলে তা ‘বড় ভুল’ হবে। তবে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘হামাসকে পুরোপুরি নির্মূল…
ভোলায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) সকালে অভিযান চালিয়ে ভোলা বাসস্ট্যান্ড থেকে এ জাল জব্দ করা হয়। কোষ্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মেহেদী হাসান জানান, কোষ্টগার্ড দক্ষিণ জোন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভোলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি করে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এরপর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আবদুল হান্নান ঃ জেলা প্রতিনিধি ভোলা।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় ব্লগার নাস্তিক আসাদ নুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ই আগষ্ট) জুম্মার নামাজের পর ভোলা সদর ইলিশা জংশন বাজারে ধর্মপ্রাণ মুসলমানরা এ প্রতিবাদ আয়োজন করে। এতে এলাকার বিভিন্ন মসজিদ থেকে নবী প্রেমী মুসলিমরা বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি ভোলা ইলিশা সড়কে শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ হয়। এতে বক্তারা কটূক্তিকারী ব্লগার আসাদ নুরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তৃতারা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর।…