আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। ৯ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর মঙ্গলের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৯, ১৮ ও ২৭। আপনার শুভ বর্ণ: হলুদ ও লাল। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: পিত পোখরাজ ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ রং: আজ লাল ও হলুদ বর্ণের পোশাক পরিচ্ছদ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।
আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় সকাল: ৬:৪০-৮:১২, দুপুর: ১:৫০-৩:১৫ রাত: ৬:১৪-৯:৫০, ১২:২৫-৪:০৩। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে, বিকাল: ৪:৪২ থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে। আজ রাত: ২:০৮ পর্যন্ত ৬ষ্ঠী তিথি পরে ৭মী তিথি চলবে। আজকের দিনের বর্জনিয় খাদ্য: আজ রাত: ২:০৮ পর্যন্ত নিম বা নিমের ঔষধ পরে তাল খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ- ২০এপ্রিল): কর্মক্ষেত্রে চলতে থাকা জটিলতার কিছু অবশান আশা করা যায়। পদস্ত কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে। বেকারদের চাকরির চেষ্টায় আসবে সাফল্য। বিকালে আয় রোজগারে অগ্রগতি হবে। বন্ধুর সাহায্য লাভের আ+শা। ব্যবসায়ীদের ব্যবসায়ীক লেনদেনে ভালো লাভ হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): সকালের দিকে ভাগ্য বিড়ম্বনার সম্মূখীন হতে পারেন। বৈদেশিক বাণিজ্যে নানা রকম শুল্ক সংক্রান্ত জটিলতা দেখা দেবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতার আশঙ্কা। বিকালের দিকে কাজে কর্মে স্থিতি ফিরে আসবে। প্রভাবশালী কোনো ব্যাক্তির সাহায্য সহাযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে- ২০ জুন): আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করা যায়। শেয়ার ব্যবসায়ীরা কাঙ্খীত দামে বিক্রয় করার সুযোগ পেয়ে যাবেন। পুরোন পাওনাদারের সাথে আলোচনায় অগ্রগতি হবে। বিকালের দিকে উচ্চ শিক্ষায় ভালো ফল লাভের আশা। বিশ্ব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অগ্রগতি হবে। শিক্ষক ও গুরুজনদের সাহায্য লাভ।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত লাভের আশা কম। দাম্পত্য কলহের বিষয়ে সতর্ক হতে হবে। বিকালের দিকে অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ। লটারী ভাগ্য বলবান হয়ে উঠবে। পাওনাদারের তাগাদায় কিছু অর্থ পরিশোধ করতে বাধ্য হতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজে অর্থ লাভের আশা।
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগস্ট): দিনের শুরুতে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য আশা করা বৃথা। কারো সমালোচনা করার চেয়ে চুপ থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। শারীরিক অবস্থা কিছুটা ভোগাবে। বয়স্ক কোনো ব্যক্তির সাহায্য পাবেন। বিকালের দিকে অংশিদারী কাজে অর্থ লাভের আশা। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।
কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): সৃজনশীল কাজের জন্য দিনটি বলবান নয়। নানা রকম বাধা বিপত্তি দেখা দেবে। কাঙ্খীত কাজে অগ্রগতি আশা করা বৃথা। প্রেম ভালোবাসায় দেখা দেবে জটিলতা। সন্তানের কোনো দাবি পূরণে অক্ষম হতে পারেন। বিকালে শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হবে। বাড়তি আয়ের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ প্রত্যাশা পূরণে কিছু বাধার সম্মূখীন হতে হবে। মন মেজাজ কোনো কারনে হতে পারে খারাপ। সাংসারিক বিষয় নিয়ে অবিভাবকদের সাথে মনমালিণ্যর আশঙ্কা। কর্মস্থলে কাজে অপরের অযাচিত হস্তক্ষেপে বিরক্ত হতে পারেন। বিকালের দিকে বিদ্যার্থীদের ভালো সংবাদ প্রাপ্তি। সন্তানের সাফল্যে হবেন গর্বিত।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): দিনটি বৈদেশিক যোগাযোগে বাধা বিপত্তির। হটাৎ করেই আপনার বিরুদ্ধে কোনো অপবাদ রটানোর চেষ্টা চলতে পারে। ছোট ভাই বোনের ব্যার্থতায় মানসিক আঘাত পাবেন। বিকালে কোনো প্রভাবশালী আত্মীয়র সাহায্য লাভ। মায়ের হস্তক্ষেপে দূর হবে গৃহ বিবাদ। স্থাবর সম্পত্তি লাভের যোগ।
ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): আর্থিক ক্ষেত্রে দিনটি যাবে টানাটানির। কাঙ্খীত ক্রয় বিক্রয় না হওয়াতে ব্যবসায়ীরা কিছুটা ঝিমিয়ে পড়তে পারেন। বকেয়া টাকা আদয়ের চেষ্টাতেও খুব একটা অগ্রগতি হবে না। বিকালের দিকে ব্যবসায়ীক যোগাযোগে ভালো সংবাদ প্রাপ্তির আশা। ছোট ভাই বোনের সাহায্য পাওয়া যাবে। বৈদেশিক কাজের চেষ্টায় সফলতা আসতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মানসিক ভাবে আজ আপনাকে চাঙ্গা থাকার চেষ্টা করতে হবে। কারো সাথে নিজের অজান্তেই রূঢ় ব্যবহার করে বসতে পারেন। একটু খিট খিটে হয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। বিকালের পর বকেয়া কোনো টাকা আদায় হওয়ার পর মনের অবস্থা ভালো হবে। নিত্য প্রয়োজনিয় কেনাকাটা করতে পারবেন। আর্থিক সঙ্কট দূর হওয়ার আশা।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): সকালের দিকে পারিবারিক বিষয়ে কিছু অর্থ ব্যয় হবে। প্রবাসীদের আইনগত জটিলতার আশঙ্কা প্রবল। ভিসা বা পাসপোর্টের মেয়াদ জনিত ঝামেলা দেখা দিতে পারে। বিকালে সকল সঙ্কটের হবে অবশান। কোনো ভালো ঘটনা আপনার মনকে ভালো করে দেবে। সাংসারিক সুখ ফিরে আসতে চলেছে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): আজ গৃহে বড় ভাই বোনের সাথে হটাৎ করেই কলহে জড়িয়ে যেতে পারেন। বকেয়া বেতন আদায় না হওয়াতে চাকরিজীবীরা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বড় কোনো ধরনের জটিলতা দেখা দেবে। বন্ধুর সাথেও বিরোধ হতে পারে। বিকালে হটাৎ করেই দূরে কোথাও যেতে হতে পারে। প্রবাস যাত্রার যোগ বলবান।
ফরমান/মস