লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে ব্রাজিল। রোববার বিখ্যাত মারাকানা স্টোডিয়ামে ‘সুপার ক্লাসিকো’ তে মেসিদের কাছে ১-০ গোলে হারের লজ্জা পেয়েছে ব্রাজিল। প্রায় ৭১ বছর পর মারাকানায় হারের মুখ দেখল সেলেসাওরা।
আর স্বাগতিকদের হারিয়ে প্রায় তিন দশকের শিরোপা খরা কাটালো আর্জেন্টিনা। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এই হার কিছুতেই মেনে নিতে পারছে না ব্রাজিল সমর্থকরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রিয় দলের পরাজয় মেনে নিতে না পেরে বাংলাদেশের কক্সবাজারের রামুতে বিষপান করেছেন এক ব্রাজিল সমর্থক। বিষপানকারী ২০ বছর বয়সী মোঃ কামাল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।
রোববার সকালে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হারের পরই পরাজয় সহ্য করতে না পেরে বিষপান করেন তিনি। পরে তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,“ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এই বিষয়ে উত্তর চাকমারকুল গ্রাম এলাকার স্থানীয় বাসিন্দারা আরও তথ্য দিয়েছেন।
তারা জানান,
“কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। আজ সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। পরে লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।”