নিজস্ব প্রতিবেদকঃ
ইংরেজিতে “The quick brown fox has jumped over the lazy dog.” এই লাইনটির মতো বাংলা টাইপ করার জন্য আমি একটি লাইন লিখেছি। যে লাইনটিতে বাংলা সকল বর্ণমালা রয়েছে। এই লাইনটি বেশী বেশী টাইপ করে আপনারা বাংলা কী-বোর্ড সহজেই মুখস্থ করতে পারবেন। -ইনশাআল্লাহ।
এই লাইনটি হলো: “ভূঁঞা সাহেব ! রূঢ় ব্যবহার, লড়াই-ঝগড়া আর হিংসা-বিদ্বেষ দুরে রেখে, রাগ নিয়ন্ত্রন করে, ঋণ ছাড়া হালাল পুঁজি দিয়ে, সৎ ও সঠিকপথে গিয়ে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে, ডাক-ঢোল বাঁজিয়ে, জ্ঞানের টানে ঐ পৃথিবীটা ঘুরে-ফিরে এসে দেখেন, এই শূণ্য মনে ধর্মের চেয়ে বড় ঔষধ আর নেই।”
সকলের কাছে দ্রুত পৌছে দিতে শেয়ার করুন।