পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও নাসরিন জাহান শিমুর একমাত্র পুত্র হিসান মুহতাসিম ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫ গোল্ডেন) অর্জন করে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে সে। সকল বিষয়ে সর্বোচ্চ গ্রেড পেয়ে গোল্ডেন এ প্লাস প্রাপ্তির মধ্য দিয়ে হিসান শুধু তার পরিবার নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ও পটুয়াখালীবাসীর কাছে গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
ছেলেবেলা থেকেই মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই শিক্ষার্থী প্রাথমিক (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস পেয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে। পাঠ্যপুস্তকের গণ্ডির বাইরে গিয়ে স্কুল পর্যায়ের বিভিন্ন ক্রীড়া, বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে সে নিজেকে তৈরি করেছে এক পরিপূর্ণ মানবিক শিক্ষার্থী হিসেবে।
স্কাউটিং, সামাজিক সংগঠন এবং নেতৃত্বমূলক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। ছোট বয়স থেকেই নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে এসেছে সে। প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে হিসান মুহতাসিম। তার লক্ষ্য, একজন সেরা প্রকৌশলী হয়ে দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখা। নিজের মেধা, সততা ও দেশপ্রেমকে পুঁজি করে সে নিজেকে গড়তে চায় এক আলোকিত নাগরিক হিসেবে।
এই সাফল্যের পর প্রতিক্রিয়ায় হিসানের বাবা প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “সন্তানের এই অর্জন আমাদের জন্য আশার আলো। ও যেন সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে বেড়ে উঠে—এটাই আমাদের চাওয়া। সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করি।” তার মা নাসরিন জাহান শিমু বলেন, “হিসান ছোট থেকেই স্বপ্ন দেখতে ভালোবাসে। তার অর্জন আমাদের গর্বিত করেছে। আশা করি সে মানুষের মতো মানুষ হয়ে উঠবে।”