মাভাবিপ্রবি প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের শিক্ষকদের ‘আউটকাম বেজড এডুকেশন টু এনহেন্স কোয়ালিটি ইন হায়ার এডুকেশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ মরিয়ম আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুস সাদেকীন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন,’শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনন্য। আপনারা শুধু জ্ঞান বিতরণ করেন না; আপনারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করেন।
এই কর্মশালার উদ্দেশ্য হলো—কীভাবে আমাদের পাঠদানের পদ্ধতি আরও কার্যকর করা যায়, কীভাবে শিক্ষার্থীদের মাঝে সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা উন্নত করা যায়।’ তিনি আরো বলেন,’আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষণ কৌশল, তথ্যপ্রযুক্তি এবং গবেষণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এই কর্মশালায় আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন ধারণা অর্জন করব এবং সেগুলোকে আমাদের ক্লাসরুমে বাস্তবায়ন করার সুযোগ পাব।’ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।