নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাজেদা আক্তার (২৮) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখীলা গ্রামে বসত ঘর থেকে এই মরদেহ তার উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।
নিহত মাজেদা আক্তার পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সৌলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও শ্রীরামখীলা গ্রামের ঝুটন মিয়ার স্ত্রী।
জানা গেছে, সাত বছর আগে বিবাহে আবদ্ধ হন মাজেদা ও ঝুটন মিয়া। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে এক সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। এবার আবারও সাত মাসের অন্তঃসত্ত্বা মাজেদা আক্তার। স্বামী ঝুটন মিয়া কোনো কাজ কর্ম করতেন না, তাই প্রায়ই তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। একাধিকবার শশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মিমাংসাও করা হয়েছিল। ঘটনার দিন বৃহস্পতিবার গভীর রাতে স্বামী বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা, তারপর স্বামী অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মাজেদার মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনী কার্যক্রম প্রকৃয়াধীন।