নিজস্ব প্রতিবেদক: আর্থিক লাভ ও অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে। এমন অভিযোগ আনয়ন করে দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) বরাবরে আপিল করেন।
এদিকে তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে তথ্য প্রাপ্তির জন্য আবেদনের প্রেক্ষিতে একমাত্র চুক্তি সম্পাদনের নোটিশ (NoA) ব্যতিত ব্যবসায়িক কাগজপত্রেকে ব্যক্তিগত গোপনীয়তার কথা বলে প্রতিবেদককে অন্যান্য কাগজ পত্রাদি সরবরাহে অপরাগতা প্রকাশ করেন নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী।
আপিল এবং গত ২১ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল ‘দ্যা মেইল বিডি ডটকমে’ “আর্থিক লাভ ও অনিয়মে আশ্রয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর বিধি-৭২ অনুযায়ী সরকার কর্তৃক গঠিত রিভিউ প্যানেল হতে বাংলাদেশ পাানি বোর্ড, নেত্রকোনা পানি উন্নয়ন বিভাগ, নেত্রকোনা কর্তৃক আহ্বানকৃত “Supply of Driver (Vehicle, Speed Boat Driver, Pump Operator, Assistant Cook, Bearer, Chowkider, Cleaner, Gate Operator and Khalashi for Netrokona WD Division, BWDB, Netrokona by Outsourcing Process under NDR Budget during the Year 2025-26 & 2026-27 (Tender Package No. Netro/NDR/Outsoursing-1/2025-26) (e-GP Tender ID No. 1124770” শীর্ষক আপিলটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত একই বিধিমালার বিধি-৭৬ অনুযায়ী চুক্তি সম্পাদনের নোটিশ (NoA) জারি করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
গত ৬ অক্টোবর বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি’র (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস. এম মঈন উদ্দীন আহম্মেদের স্বাক্ষরিত নোটিশ থেকে ওই কার্যাদেশের বিপরীতে সাময়িক স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই নোটিশে আরো উল্লেখ রয়েছে বিষয়টি ‘অতি জরুরী’।
কিন্তু, দরপত্রে অংশগ্রহণকারী ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লি., উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু), সাউয়াদ বিজনেস লাইন লি., মেসার্স গ্ল্যামার এন্টারপ্রাইজ, জেনিফার ট্রেড ইন্টারন্যাশনাল, গাউছিয়া ট্রেডার্স সিকিরিটি ক্লিয়ারিং এন্ড লজিস্ট্রিক সার্ভিসেস এবং ডাক্ট ইঞ্জিনিয়ারিং লি. এই সাত প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যে ক্রয়কারী প্রতিষ্ঠান (PE) নেত্রকোনার পাউবো নির্বাহী প্রকৌশলী গত ৯ সেপ্টেম্বর ডাক্ট ইঞ্জিনিয়ারিং লি. নামক প্রতিষ্ঠানকে এক কোটি ২৮ লক্ষ ৫৬ হাজার ৪১৮ টাকা চুক্তিমূল্যে চুক্তি সম্পাদনের নোটিশ (NoA) ইস্যু করেন।
গত ২৩ সেপ্টেম্বর Netro/NDR/ Outsourcing-1/2025-26 দরপত্রে DUCT ENGINEERING LTD. প্রতিষ্ঠান কর্তৃক e-GP তে দাখিলকৃত বিগত পাঁচ বছরের আউটসোর্সিং এর সাধারণ যোগ্যতা, সম্পাদিত কাজ সম্পূর্ণ হওয়ার যোগ্যতা (Similar Nature), আর্থিক প্রস্তাবনা অথবা BoQ ও বার্ষিক টার্নওভার এবং কলকারখানার হালনাগাদ লাইসেন্সসহ উক্ত প্রতিষ্ঠানকে প্রদেয় NoA ও কার্যাদেশ মূল্যায়ন (Evaluation) প্রক্রিয়ার সমুদয় কাগজপত্রাদি প্রাপ্তির জন্য তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ি আবেদন করেন প্রতিবেদক। এরই প্রেক্ষিতে গত ৭ অক্টোবর প্রতিবেদকের ই-মেইলে শুধুমাত্র চুক্তি সম্পাদনের নোটিশটি (NoA) প্রেরণ করেন। অন্যান্য কাগজ পত্রাদি সরবরাহ করতে ব্যর্থ হয় নেত্রকোনার পাউবোর কর্তৃপক্ষ।
এরআগে গত ১৮ সেপ্টেম্বর উইডু’র স্বত্বাধিকারী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮ এর ধারা অনুসরণ করে ক্রয়কারী প্রতিষ্ঠান (PE) পাউবোর নির্বাহী প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।
এই বিষয়ে গত ২১ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশের সময় ‘উইডু’র স্বাত্ত্বাধিকারী প্রতিবেদককে বলেছিলেন, নেত্রকোনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আর্থিক বেনিফিটের জন্য একটা অযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আউটসোর্সিংয়ের কোন কাজও করেনি, আউটসোর্সিং হিসট্রিতে ওই প্রতিষ্ঠান নেই ও আউটসোর্সিং অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের মেম্বারও না। এমনকি নির্বাহী প্রকৌশলী ডাক্ট ইঞ্জিনিয়ারিং লি. নামক প্রতিষ্ঠানের কোনো কাগজপত্র যাচাই-বাছাই না করেই কাজ দিচ্ছেন। তাছাড়া ওই প্রতিষ্ঠানকে আউটসোর্সিং দরপত্রে অংশগ্রহণ করতে দেখি নাই। এরকম একটা অযোগ্য প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার পরস্পরের যোগসাজশে এমনটা করছে।
‘উইডু’র স্বাত্ত্বাধিকারী আরো বলেছিলেন, ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান জনবল নিয়োগ দেওয়ার জন্য অনেকের কাছ থেকে জনপ্রতি দুই-তিন লাখ করে টাকা নিয়েছে। ঠিকাদার মাঠ পর্যায় থেকে টাকা উঠাচ্ছে, যার অর্ধেক ঠিকাদারি প্রতিষ্ঠান বাকি অর্ধেক নির্বাহী প্রকৌশলী পাবেন।
আমার প্রতিষ্ঠান উইডু, পিপিআরের নিয়ম অনুসরণ করে প্রসিডিউরের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী যে অনিয়মের আশ্রয় নিয়েছে তার প্রতিবাদে প্রথমে ক্রয়কারী প্রতিষ্ঠানের (PE) কাছ থেকে প্রতিকার না পেলে পর্যায়ক্রমে চিফ ইঞ্জিনিয়ার, সচিব ও সিপিটিউ এর ডিজি বা প্যানেল চেয়ারম্যানের কাছে আবেদন করবেন। সন্তুষ্ট হতে না পারলে আদালতের আশ্রয় নিবেন বলে জানিয়েছিলেন ‘উইডু’র স্বত্বাধিকারী।
গত প্রতিবেদন প্রকাশের আগে প্রতিবেদককে ‘অফিসিয়াল প্রসিডিউরের মাধ্যমে জবাব দেওয়া হবে’ এ কথা বলেছিলেন পাউবোর নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।

