ঝালকাঠিতে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আয়োজনে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাসমূহের সাথে ফিন্যান্সিয়াল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তরুণ উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার ক্ষেত্রে সততা নিষ্ঠা, পরিশ্রম, সৃজনশীলতা এবং একাগ্রতার দিকে বিশেষ মনোযোগী হবার জন্য তরুণ উদ্যোক্তাদের প্রতি আহবান করেন। বাংলাদেশের উন্নয়নে ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা আলোচনার পাশাপাশি যথাযথ সমন্বয় ও চ্যালেঞ্জ বিষয়ে গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে জেলা সমন্বয়ক রিসান রেজা মো: সাহেদের সভাপতিত্বে সহকারি কমিশনার মো: ইসতিয়াক হাসান, ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, বিভিন্ন ক্ষুদ্রঋণ দানীকারী সংস্থার জেলার প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিবর্গ, তরুণ উদ্যোক্তাগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার সমাপনী পর্বে জেলা প্রশাসক সফল উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন।