পাথরঘাটা (বরগুনা):-বরগুনার পাথরঘাটায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুইদিন ব্যাপি প্রদর্শনীর প্রথম পুরস্কার পেলো সিসিডিবি ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার গ্রহণ করে সিসিডিবি, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন উপজেলা তথ্য আপা সেবা প্রকল্প এবং তৃতীয় পুরস্কার গ্রহণ করেন “ফিল হাঙ্গরী” স্টল।
উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খানের এ সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক সহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
গতকাল বুধবার উপজেলা পরিষদের মাঠে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২১ টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, উপজেলা মৎস্য দপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পাথরঘাটা কলেজ, তাসলিমা মেমোরিয়াল একাডেমি, খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), পারলে কম খাইয়্যা দ্যাখ্যান, সংগ্রামসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সিসিডিবি, পাথরঘাটা কর্মএলাকায় উন্নয়নমূলক কার্যক্রমসমূহ পরিচালনা করতে গিয়ে যে সকল প্রযুক্তিসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়ন করে থাকেন তা স্টলে প্রদর্শনী আকারে প্রদর্শন করেন। এক্ষেত্রে, জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন- ঝুলন্ত পদ্ধতি, সিঁড়ি পদ্ধতি , বস্তা পদ্ধতি, গ্রাভিটি ড্রাইভেন ফিল্টার, বায়োডিগ্রেডেবল মালচিং পদ্ধতিতে সেচ পানি সাশ্রয় প্রযুক্তি, ড্রিপ সেচ পদ্ধিতি, জিও ব্যাগ ব্যবহার করে চাষাবাদ, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন প্রযুক্তি, কোকো পিট ব্যবহারের মাধ্যমে সবজী চাড়া উৎপাদন ইত্যাদি উল্লেখযোগ্য কৌশল প্রদর্শন করেন । এছাড়া জলবায়ু পরিবর্তনে দায়ী ক্ষতিকর কার্বন নিঃসরন হ্রাসকরনের প্রযুক্তি হিসেবে “সিসিডিবি উন্নত চুলা” বাংলার উনান প্রদর্শন করেন।
স্থানীয় দর্শনার্থী মল্লিক এম আই বুলবুল জানান, সিসিডিবির স্টলটি আমাদের কাছে খুব ভালো লেগেছে, তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে পরিত্রাণের জন্য যে সকল জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি প্রদর্শন করেছে এগুলো দেখে আমরা যেমন শিখতে পেরেছি তেমনি ভবিষ্যত প্রজন্ম আরো উদ্বুদ্ধ হবো বলে আশা করছি। এজন্য সিসিডিবিকে আন্তরিক ধন্যবাদ জানাই।