বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ছাত্র শিক্ষকদের চাপে পদত্যাগ করলেন পবিপ্রবির ভিসি ও ট্রেজারার

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টায় তাদের  উভয়ের  পদত্যাগপত্র গণমাধ্যম কর্মীদের হাতে আসে এবং তাঁরা অপরাহ্নে ত্যাগ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগ পত্রে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উল্লেখ করেন তিনি ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করলেন।অপরদিকে প্রফেসর মোহাম্মদ উল্লেখ করেন তিনি ব্যক্তিগত কারণে ট্রেজারার পদ থেকে পদত্যাগ করলেন।

উল্লেখ্য, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত গত ২১ মে,২০২১ থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ