বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের ও বিশেষ অতিথি হিসাবে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুস সালাম কেরন এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যে মঙ্গলবার সকাল ৮টায় কলমাকান্দা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচীর শুভ সুচনা করা হয়। পরে দুপুর ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন আজাদ আয়নাল সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় বক্তব্য রাখেন, সাবেক কলমাকান্দা সদর ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মৌলা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. নাজিম উদ্দীন সাগর, সাবেক কৈলাটি ইউপি চেয়ারম্যান মো. রুবেল ভ‚ইয়া, মো. মিতুল খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, উপজেলা বিএনপির উপজেলা যুবদলের আহবায়ক মো. জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব মো. সোলাইমান হক, উপজেলা কৃষকদলের সভাপতি মো. সামছুল হক মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, উপজেলা ওলামা দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর আলম মানিক, মো.মামুন খাঁন, মো. জহিরুল ইসলাম বায়েজিদ, মো. সালাম খাঁ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল ও যুগ্ম-আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমূখ। 
আলোচনা সভা শেষে দলীয় অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের সামনে শেষ করেন। এই র‌্যালিতে উপজেলার ৮টি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ অংশ নেন। 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ