বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

ববিতে ভিসি থাকা, না থাকা নিয়ে দুই পক্ষে অবস্থান কর্মসূচি

ববি প্রতিনিধি: তামজিদ

মঙ্গলবার(২০ই আগষ্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের একাংশ উপাচার্য ও প্রক্টর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে। একই সময় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের আরেকটি অংশ উপাচার্য কে পূর্ণবহাল চেয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম স্যার শিক্ষার্থীদের পক্ষে থাকা না থাকা নিয়ে নানান বিতর্ক সৃষ্টি করেন। এরই মধ্যেই প্রক্টরের বিতর্কিত একটা অডিও রেকর্ড ফাঁস হয়। অডিও রেকর্ড টিতে শুনা যায়, তিনি আন্দোলন দমনের জন্য বিভিন্ন নির্দেশ দেন।

আর অন্য দিকে শিক্ষার্থীদের আরেকটি অংশ উপাচার্য কে স্বাপদে বহাল রাখার জন্য অবস্থান কর্মসূচি পালন করে।

উল্লেখ্য যে, ইতি মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ