বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সংখ্যালুঘুদের নিরাপত্তায় সজাগ জামায়েত ইসলাম রাণীশিমুল শাখা

আহমদ জুবায়ের, জেলা প্রতিনিধি

রানীশিমুল ইউনিয়নের সংখ্যালুঘুদের সর্বাঙ্গীণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাণীশিমুল ইউনিয়ন শাখার জামায়েত ইসলামীর নেতৃত্ববৃন্দ।

গত শুক্রবার (১৬ ই আগস্ট) রাণীশিমুল ইউনিয়ন শাখার সর্বস্তরের সংখ্যালুঘুদের সাথে জামায়েত নেতৃত্ববৃন্দ এক মতবিনিময় সভায় নিরাপত্তার বিষয়ক আলোচনা করেন। মতবিনিময় সভায় জামায়েত ইসলাম (রাণীশিমুল শাখা)সাবেক আমির হাফেজ হাবিবুল্লাহ, মাওলানা. আব্দুস সোবহান, মো.চান মৌলভীসহ অনন্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়েত সাবেক আমির হাফেজ হাবিবুল্লাহ বলেন,সারদেশে স্বার্থান্বেষী, বর্বর, দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে সংখ্যালুঘুদের উপর হামলা করছে। ইসলাম সাম্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ সমতার নীতিতে বিশ্বাসি। এখানে সংখ্যালুঘুরা তাদের অধিকার নিয়ে বেচে থাকবে। কেউ তাদের জান-মালের ক্ষতি করতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রশাসনের সহযোগিতায় তা প্রতিহত করবে।

জামায়েত নেতা আব্দুস সোবহান বলেন,মায়ের কাছে সন্তান যেমন নিরাপদ তেমনি সংখ্যালুঘুরা আমাদের কাছে নিরাপদ। তিনি আরো বলেন, রাণীশিমুল ইউনিয়ন জামায়াতে ইসলাম সর্বদা সংখ্যালুঘুদের নিরাপত্তায় সজাগ।

সংখ্যালুঘুদের পক্ষ হতে শ্রী জগদীশ বলেন,দেশের বিভিন্ন জায়গায় অপ্রতিকার ঘটনা ঘটেছে। তবে আমাদের রাণীশিমুল ইউনিয়নে এখন অবধি কোন অবান্তর ঘটনা ঘটেনি। তিনি তার বক্তব্যে জামায়েত নেতৃত্ববৃন্দের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ