বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

দুর্গাপুরে বিদ্যুতের নানা সমস্যা নিয়ে ডিজিএমের সাথে শিক্ষার্থীদের মত বিনিময়

আল নোমান শান্ত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার দুর্গাপুরে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন এর সাথে মত বিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসে এ মত বিনিময় হয়। মত বিনিময় কালে শিক্ষার্থীরা দুর্গাপুর উপজেলার বিদ্যুতের নানা রকম সমস্যা ডিজিএম এর কাছে তুলে ধরেন। ডিজিএম খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এ সময় ডিজিএম পল্লী বিদ্যুৎ এর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে। যেকোনো ধরনের অভিযোগের সুস্পষ্ট প্রমাণসহ উপস্থাপন করার পর অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

মত বিনিময় এর সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রাতুল খান রুদ্র,আবদুল মোমেন,মোঃ রিয়াদ হাসান, হীরা আব্বাসী, বিএম হাসান, আরিয়ান রাসেল, মইনুল ইসলাম শাওন, খায়রুল আফ্রিদী,মোঃ আলিফ, সামিউল হাসান সাবা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ