বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান তাজ’কে সেনাবাহিনীর হাতে আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় সেনাবাহিনীর আভিযানে সাবেক মোস্তাফাপুর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা তাজুল ইসলাম তাজকে আটক করা হয়েছে। মৌলভীবাজার সদর ও রাজনগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মীর এর সার্বিক পরিচালনায় বৃহস্পতিবার ভোর রাতে তাজ’র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘরে দেশীয় মদের ও খালি বোতল পাওয়া যায়। উল্লেখ্য, আটককৃত তাজুল ইসলাম তাজ’র বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে ও তিনি সাজাপ্রাপ্ত আসামী। সেনা সদস্যের ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, আটককৃত তাজকে সেনাবাহিনী আমাদেরও কাছে হস্তান্তর করেছেন। তবে তার কাছে তেমন কোন অস্ত্র পাওয়া যায়নি। মদের খালি বোতল পাওয়া গেছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ