শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

মদন উপজেলা ফারিয়া সংগঠনের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক পরাগ

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

‘অধিকার আদায়ে আমার সবাই এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটিভ এসোসিয়েশ (ফারিয়া) ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ৩ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শেখ রিপন কে সভাপতি ও হোসাইন আহমেদ পরাগকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান তুষার কে নির্বাচিত করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটিভ এসোসিয়েশ (ফারিয়া) নেত্রকোনা জেলা শাখার প্রধান উপদেষ্টা আল মামুন, সাধারণ সম্পাদক পলাশ সাহা, মদন উপজেলার ড্রাগ এন্ড ক্যামিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মানিক দে, সত্যজিৎ বৈশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তায়েব হোসেন প্রমূখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ