শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ঝালকাঠিতে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি,ঝালকাঠি:

ঝালকাঠির সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পর এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার  (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ বাজারে এই মনিটরিং কার্যক্রম চালান তারা। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা সাথে ছিলেন।

শিক্ষার্থীরা বাজার ঘুরে কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন তারা।অন্যদিকে বাজারে মূল্য তালিকা ঝোলানো, বাড়তি দাম না রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

শিক্ষার্থীরা বলেন, যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে তারা ব্যবস্থা নেবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ