ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ঝালকাঠি মানব কল্যান সোসাইটির আয়োজনে রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে এ শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ও ঝালকাঠি (দায়িত্বপ্রাপ্ত) গর্ণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ছবির হোসেন প্রমুখ। ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি সভাপতি মোঃ উজ্জল রহমান এর সভাপতিত্বে সঞ্চলনায় করেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও হাবিবা খাতুন হিরা। অতিথিবৃন্দরা শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা প্রত্যেকের হাতে তুলে দেন।
ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি সভাপতি মোঃ উজ্জল রহমান বলেন, প্রকৃত দুঃস্থ ও অসহায়দের তালিকা করে তাদেরকে শাড়ী, লুঙ্গি ও নগদ টাকা উপহার দেয়া হয়েছে। নিজ এলাকার অসহায়দের কথা চিন্তা করে দেশবাসীর কাছে অনুরোধ করছি সবাই নিজ নিজ অবস্থান থেকেই দেশের জন্য কাজ করতে হবে, দেশের অহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানাই।