শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবলীগ সদস্য আটক

কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যকে ৩৫ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করেছে। আটক মোজাম্মেল হক (৪০) খালিয়াজুরীর বোয়ালী গ্রামের ডেঙ্গু হোসেনের ছেলে।

শনিবার (১১ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মো. খাইরুল বাশার। তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যুবলীগ সদস্য মোজাম্মেল হককে আজ সকালের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে গত শুক্রবার রাত ৯টার দিকে নিজের দোকানে ইয়াবা বেচা কেনার সময় ওই যুবলীগ সদস্যকে আটক করতে সক্ষম হন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম ফালাকের সাথে কথা হলে তিনি জানান, আজ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে জেলা কমিটির সাথে পরামর্শক্রমে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোণা জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি জানান, উপজেলা কমিটির আহবায়কের সাথে কথা বলে সাময়িকভাবে বহিস্কার করা হবে। পরবর্তীতে মোজাম্মেল হক নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ