মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

মৌলভীবাজারে এক জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে তোয়ালে মোড়ানো অবস্থায় এক জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকার (বাড়ির মালিক ছমিরুন নেছ) মায়া ভিলা গেটের ভিতরে মেয়ে শিশু পাওয়া যায়। প্রাথমিকভাবে এলাকাবাসী ধারণা করছেন অবৈধভাবে গর্ভপাত করে এই মেয়ে শিশুটি গেটের ভিতর কে বা কাহারা ফেলে রেখে চলে যায়।

কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ শিক্ষিকা সৈয়দা ইয়াসমিন জানান সন্ধ্যায় পাশের বাসার একজন মহিলা বাচ্চার কান্না শুনতে পেয়ে বাহিরে এসে বাউন্ডারির ভিতরে তোয়ালে মুড়ানো অবস্থায় শিশু মেয়েটি কান্নার আওয়াজ শুনে এসে দেখতে পেয়ে তিনি পাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে এসে আমরা সবাই এই বাচ্চাটিকে কোলে নিয়ে তোয়ালে মুড়িয়ে রাখি।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল শিশু কন্যাটি উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে শিশু কন্যাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ